শিরোনাম
শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ কারণে ওই সেতুর দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে। সড়ক ও জনপথ বিভাগ শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর-শরীয়তপুর সড়কে পাঁচটি স্থানে বেইলি সেতু রয়েছে। সেতুগুলো পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার রাতে সড়কের বালার বাজার সেতুতে মালবাহী ট্রাক ওঠার পর পাটাতন ভেঙে যায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত সেতুর দুই প্রান্তে অন্তত ১০০ গাড়ি আটকা পড়েছে। সওজের শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান জানান, ঘটনাস্থলে কর্মী পাঠানো হয়েছে। রাতের মধ্যেই সংস্কার করা সম্ভব হবে।

সর্বশেষ খবর