বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

একসঙ্গে তিন সন্তানের জন্ম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারা দেশ যখন প্রাণঘাতী করোনাভাইরাসে অস্থির ঠিক তখনই তিন ছেলেসন্তানের জন্ম দিলেন রাহিমা বেগম। গতকাল সকালে পাথরঘাটার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে ভূমিষ্ঠ হয়। মহাখুশিতে তিন সন্তানের নামও রেখেছেন তারা রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। সিজারিয়ান অপারেশনের নেতৃত্ব দেন  ডা. বশির আহমেদ।

অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বশির আহমেদ। রাহিমা বেগমের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নে। তার স্বামীর নাম মিরাজ হোসেন। তিনি জেলেশ্রমিক। একই সঙ্গে তিন ছেলের জন্মগ্রহণের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। যাতে ওই তিন সন্তানের ছবি দিয়ে অনেককেই দোয়া করতে দেখা যায়। চিকিৎসক বশির আহমেদ বলেন, ‘গর্ভের বয়স সাড়ে সাত মাস এ কারণে বাচ্চাদের মা আশঙ্কামুক্ত হলেও বাচ্চা তিনটি ঝুঁকিতে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি।’

সর্বশেষ খবর