দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। কিন্তু করোনার কারণে ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও প্রার্থীদের প্রচার-প্রচারণায় কমতি নেই। বোচাগঞ্জ শহর এলাকাসহ প্রতিটি পাড়া-মহল্লায় পোস্টার, মাইকিং, ব্যানারসহ চলছে শো-ডাউন। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত প্রার্থীরা ছুটছেন। কখনো কখনো স্বাস্থ্যবিধির বালাই দেখা যাচ্ছে না। তবে অনেক প্রার্থী করোনার কারণে বিভিন্ন কৌশলে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ২০১১ সালে শেষ বারের মতো সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর পর কাক্সিক্ষত ভোট পেয়ে প্রার্থী ও ভোটাররা আনন্দিত হলেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই ভোট নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। গত ১৫ জুন থেকে দিনাজপুর জেলা সদরে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা সদর থেকে ২৮ কি.মি. দূরে সীমান্ত ঘেঁষা বোচাগঞ্জ উপজেলার এই সেতাবগঞ্জ পৌরসভা। এরপরও প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার সেতাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্ধন্ধিতায় নেমেছেন। এবার এই পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট দেবেন। ৫ মেয়র প্রার্থীসহ ৫১ কাউন্সিলর প্রার্থীরা স্বাস্থ্যবিধি মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন দিনরাত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আসলাম, স্বতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ). স্বতন্ত্র প্রার্থী মো. নাহিদ বাশার চৌধুরী (জগ), স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি (মোবাইল) ও ওয়ার্কার্স পার্টির কমরেড রশিদুল ইসলাম (হাতুড়ি) মার্কা নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। উল্লেখ্য, সেতাবগঞ্জ পৌরসভায় ভোটার ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৬ ও মহিলা ১১ হাজার ৩২ জন। মোট ভোট কেন্দ্র ১০টি বুথের সংখ্যা ৭৪টি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল কাজ করে যাচ্ছেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা