দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। কিন্তু করোনার কারণে ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও প্রার্থীদের প্রচার-প্রচারণায় কমতি নেই। বোচাগঞ্জ শহর এলাকাসহ প্রতিটি পাড়া-মহল্লায় পোস্টার, মাইকিং, ব্যানারসহ চলছে শো-ডাউন। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত প্রার্থীরা ছুটছেন। কখনো কখনো স্বাস্থ্যবিধির বালাই দেখা যাচ্ছে না। তবে অনেক প্রার্থী করোনার কারণে বিভিন্ন কৌশলে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ২০১১ সালে শেষ বারের মতো সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর পর কাক্সিক্ষত ভোট পেয়ে প্রার্থী ও ভোটাররা আনন্দিত হলেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই ভোট নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। গত ১৫ জুন থেকে দিনাজপুর জেলা সদরে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা সদর থেকে ২৮ কি.মি. দূরে সীমান্ত ঘেঁষা বোচাগঞ্জ উপজেলার এই সেতাবগঞ্জ পৌরসভা। এরপরও প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার সেতাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্ধন্ধিতায় নেমেছেন। এবার এই পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট দেবেন। ৫ মেয়র প্রার্থীসহ ৫১ কাউন্সিলর প্রার্থীরা স্বাস্থ্যবিধি মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন দিনরাত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আসলাম, স্বতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ). স্বতন্ত্র প্রার্থী মো. নাহিদ বাশার চৌধুরী (জগ), স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি (মোবাইল) ও ওয়ার্কার্স পার্টির কমরেড রশিদুল ইসলাম (হাতুড়ি) মার্কা নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। উল্লেখ্য, সেতাবগঞ্জ পৌরসভায় ভোটার ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৬ ও মহিলা ১১ হাজার ৩২ জন। মোট ভোট কেন্দ্র ১০টি বুথের সংখ্যা ৭৪টি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল কাজ করে যাচ্ছেন।
শিরোনাম
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
সেতাবগঞ্জে মাঠে প্রার্থীরা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর