দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। কিন্তু করোনার কারণে ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা না গেলেও প্রার্থীদের প্রচার-প্রচারণায় কমতি নেই। বোচাগঞ্জ শহর এলাকাসহ প্রতিটি পাড়া-মহল্লায় পোস্টার, মাইকিং, ব্যানারসহ চলছে শো-ডাউন। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে দিনরাত প্রার্থীরা ছুটছেন। কখনো কখনো স্বাস্থ্যবিধির বালাই দেখা যাচ্ছে না। তবে অনেক প্রার্থী করোনার কারণে বিভিন্ন কৌশলে ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গত ২০১১ সালে শেষ বারের মতো সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলেও সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১১ বছর পর কাক্সিক্ষত ভোট পেয়ে প্রার্থী ও ভোটাররা আনন্দিত হলেও দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই ভোট নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। গত ১৫ জুন থেকে দিনাজপুর জেলা সদরে কঠোর লকডাউন দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা সদর থেকে ২৮ কি.মি. দূরে সীমান্ত ঘেঁষা বোচাগঞ্জ উপজেলার এই সেতাবগঞ্জ পৌরসভা। এরপরও প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার সেতাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্ধন্ধিতায় নেমেছেন। এবার এই পৌরসভার ভোটাররা ইভিএমে ভোট দেবেন। ৫ মেয়র প্রার্থীসহ ৫১ কাউন্সিলর প্রার্থীরা স্বাস্থ্যবিধি মেনে প্রচার চালিয়ে যাচ্ছেন দিনরাত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আসলাম, স্বতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ). স্বতন্ত্র প্রার্থী মো. নাহিদ বাশার চৌধুরী (জগ), স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি (মোবাইল) ও ওয়ার্কার্স পার্টির কমরেড রশিদুল ইসলাম (হাতুড়ি) মার্কা নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। উল্লেখ্য, সেতাবগঞ্জ পৌরসভায় ভোটার ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৬ ও মহিলা ১১ হাজার ৩২ জন। মোট ভোট কেন্দ্র ১০টি বুথের সংখ্যা ৭৪টি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল কাজ করে যাচ্ছেন।
শিরোনাম
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে