বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

‘চাঁদা না পেয়ে’ হোটেল ভাঙচুর

চাঁদা না পেয়ে খাবারের হোটেলে ভিতরের আসবাবপত্র ভাঙচুর ও টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের নেতা আবদুর রবের বিরুদ্ধে। গতকাল বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের মালিক মো. আব্দুল্লাহ সোনারগাঁও থানায় অভিযোগ করেছেন। ব্যবসায়ী আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, উপজেলা পিরোজপুর ইউনিয়নের মো. আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ নামে একটি খাবার হোটেলের ব্যবসা করেন। হঠাৎ করে গতকাল বিকালে আবদুর রব, মো. শাহ আলম, মো. সেলিমসহ ১০/১৫ জনের সন্ত্রাসীদল খাবারের হোটেলে হামলা চালায়। এসময় রব বলেন এ এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। ২ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা দিতে অস্বীকার করলে তারা  হোটেল ভাঙচুর করে। হোটেলের খাবার বাইরে ফেলে  দেয়। -সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৪ কোটি টাকার গ্যাস চুরির অভিযোগে গ্রেফতার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোয়া ৪ কোটি টাকা মূল্যের গ্যাস চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ ঘটনায় কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজারসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হল কারখানার জিএম বিনয় চন্দ্র ও তার ড্রাইভার। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,  অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ওই কারখানা কর্তৃপক্ষ লাইন বাইপাসের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। এভাবে ওই কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে গ্যাস চুরি করে কার্যক্রম পরিচালনা করে। এটি  জানাজানি হলে বিষয়টি তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা  হয়েছে। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কাভার্ড ভ্যানের চাপায় ছেলের সামনে মারা গেলেন মা

মাদারীপুরে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য (এএসআই) ছেলে মাহফুজুর রহমানের সামনেই মারা গেলেন মা রোজিনা জালাল (৪৫)। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বড় ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার পুলিশ সদস্য (এএসআই) মাহফুজুর রহমানের মা ও জালাল আহম্মেদের স্ত্রী। মা ও ছেলে ঢাকার আফতাবনগর থেকে বরগুনার নিজ বাড়িতে ফিরছিলেন। মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজের ওপর উঠলে অপরদিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুজনই সড়কে পড়ে যান। সেখানে মা রোজিনা বেগমের মৃত্যু হয়। -মাদারীপুুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর