সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

পোশাক কারখানা চালু রাখায় জরিমানা

গাজীপুর প্রতিনিধি

সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে গতকাল গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। তবে অটোরিকশা, সিএনজি, মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। সড়কে জনসাধারণের উপস্থিতি কম থাকলেও স্বাস্থ্যবিধি মানছে না অনেকেই। সরকারের লকডাউনকে ফাঁকি দিয়ে পোশাক কারখানা চালু রাখার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব বিডি লিমিটেড নামক একটি  পোশাক কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানা মালিককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪ (২) ধারায় এক লাখ টাকা অর্থদন্ড দিয়ে তা আদায় করা হয়।

এছাড়াও বিধিনিষেধ বাস্তবায়নে যানবাহন ও পথে-ঘাটে  মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হচ্ছে।  থান্দার কামরুজ্জামান জানান, লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর