বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা চালু

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কঠোর লকডাউনেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী স্বাস্থ্যবিধি না মেনে কারখানা চালু রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কারখানা খোলা রাখার দায়ে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও প্রতিকার মিলছে না। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীর বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু ব্যবসায়ী কারখানার উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ বলেন, ‘কঠোর লকডাউনে পরিষেবার আওতাধীন যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। যদি কেউ আইন অমান্য করেন তার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর