রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রেলগেট কিপারের দায়িত্ব নিলেন দুই বন্ধু

নওগাঁ প্রতিনিধি

রেলগেট কিপারের দায়িত্ব নিলেন দুই বন্ধু

নওগাঁর আত্রাই রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষায় নিজেদের অর্থায়নে রেলগেট নির্মাণ করে কিপারের দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন ও তার বন্ধু মামুন। তারা উপজেলার আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশ দিয়ে তৈরি নবনির্মিত আঞ্চলিক মহাসড়ক বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। ফলে প্রতিদিন এ মহাসড়কে শত শত বিনোদন প্রেমী ঘুরতে আসে। তারা অনেকেই রেললাইনের পূর্ব পাশে দর্শনীয় রেবা হোসেন বড় মসজিদ দেখতে যান। প্রতিদিন শত শত মানুষ রেলগেট পার হওয়ায় দুর্ঘটনার শঙ্কা বেড়েছে। আনোয়ার হোসেন ও মামুন রেললাইন পারাপারে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা নিজ উদ্যোগে নিজ খরচে দুর্ঘটনা এড়াতে রেললাইনের দুই পাশে বাঁশ দিয়ে গতিরোধক ব্যারিয়ার তৈরি করেন। আহসানগঞ্জ রেল স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনার থেকে মানুষকে বাঁচাতে দুই বন্ধুর এ উদ্যোগ প্রসংশনীয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর