বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

স্কুল ব্যাগে লুকিয়ে মাদক পাচারকালে পুলিশের হাতে আটক হয়েছেন কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা রিজওয়ান চৌধুরী (২৫)। এ সময় তার কাঁধে থাকা ব্যাগে তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রিজওয়ান কুমিল্লা মহানগর ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত সোমবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় মাদক পাচারকালে পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ব্যাগে লুকিয়ে কুমিল্লা থেকে ঢাকায় মাদক পাচারকালে  রবিবার রাতে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে  আটক করে পুলিশ।               -কুমিল্লা প্রতিনিধি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়াসিন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার জিনজিরা এলাকায় ফ্যামিলি শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন নজরগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়ায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফ্যামিলি শপিং মলের সামনে রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন লোক ধস্তাধস্তি করছিলেন। এ সময় কয়েকজন ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ইয়াসিনের পেটে ধারালো অস্ত্রের আঘাতের         চিহ্ন রয়েছে।                -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নৌকা ডুবে সাত শ্রমিক আহত

গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় গতকাল সকালে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে একটি লাকড়িবোঝাই নৌকা ডুবে সাত শ্রমিক আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, সকালে প্রায় ৩০০ মণ লাকড়ি নিয়ে নৌকাটি মির্জাপুর থেকে ঢাকায় রওনা দেয়। কালিয়াকৈর বাজার এলাকায় ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সাত শ্রমিক আহত হন।              -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর