শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কালিয়াকৈরে স্প্রে ছিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে স্প্রে ছিটিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় বৃহস্পতিবার রাতে তিনটি বাড়িতে নিশাদ্রব্য স্প্রে ছিটিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকে এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরিবার এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বসতবাড়ির জানালা ও রান্না ঘরের খাবারে নিশাদ্রব্য স্প্রে করে রেখে যায়। পরে বাড়ির লোকজন প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমাতে যায়। এ সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বারেক মিয়ার বাড়ি থেকে ঘরে আসবাপত্র ভেঙে নগদ ১ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল সেট, সামাদ মৃধার বাড়ি থেকে একটি স্বর্ণের চেইন ও মোহাম্মদ আলীর বাড়ি থেকে ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার সকালে ওই বাড়ির আশপাশের লোকজন তাদের বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখে ঘরের সামনে উঁকি মেরে দেখতে পায় সবাই ঘুমিয়ে আছে। পরে তাদের ডাকাডাকি করলেও তাদের কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকতে থাকে পরে তার ডাকাডাকি শোনে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর