রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ফটোসাংবাদিক গ্রেফতারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দুদকের মামলায় কালের কণ্ঠের ফটোসাংবাদিক আদর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা হয়েছে। রংপুর প্রেস ক্লাবের সামনে গতকাল এ পথসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার। বক্তব্য রাখেন স্বপন চৌধুরী, শাহ্ বায়োজিদ আহমেদ, মামুন উর রশিদ প্রমুখ। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। জানা যায়, রংপুর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সময়কালে ক্যামেরাপারসন হিসেবে কর্মরত ছিলেন আদর রহমান।

ওই সময় সিটি করপোরেশনের তৎকালিন প্রধান প্রকৌশলী আকতার হোসেন আজাদ ও নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলার সাক্ষী ছিলেন আদর রহমান। বর্তমান মেয়র তাকে চাকরি থেকে ছাঁটাই করলে তিনি কালের কণ্ঠে আলোকচিত্রী হিসেবে যোগ দেন। দুদকের ওই মামলায় অভিযুক্ত দুজনকে বাদ দিয়ে সাক্ষী আদর রহমানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গত বুধবার আদর রহমানকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। রংপুর দুদকের উপ-পরিচালক জাহাঙ্গির হোসেন জানান, সহকারী উপ-পরিচালক নুর আলম ওই মামলার চার্জশিট দিয়েছেন। বর্তমানে তিনি বগুড়ায় কর্মরত আছেন। এর বেশি তিনি বলতে রাজি হননি।

সর্বশেষ খবর