শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাগেরহাটে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ২৫

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাবুল ফকির নামে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। ২১ জনকে ভর্তি করা হয়েছে বাগেরহাট সদর হাসপাতালে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, বিষ্ণুপুর শেকড়া মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে পরাজিত প্রার্থী আবদুল লতিফের সমর্থক বাবুল ও কামরুলের সঙ্গে সদ্য নির্বাচিত ইউপি সদস্য আনিসুর রহমান গ্রুপের রবিউল ও বাচ্চুর মসজিদের মধ্যেই কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাইরে এসে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। পরাজিত প্রার্থী আবদুল লতিফ জানান, আনিসুর রহমানের লোকজন পরিকল্পিতভাবে জুমার নামাজ পড়তে যাওয়া               আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। বিজয়ী ইউপি সদস্য অনিসুর রহমান হামলার বিষয়টি অস্বীকার করে। এ ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর