সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ ভবনে অর্ধশতাধিক দোকান

টঙ্গী প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে অর্ধশতাধিক দোকান

গাজীপুরের টঙ্গী বাজারে ঝুঁকিপূর্ণ ভবনে রয়েছে অর্ধশতাধিক দোকান। সিটি করপোরেশন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার পরও রহস্যজনক কারণে সেখান থেকে সরছেন না ব্যবসায়ীরা। সরেজমিন ঘুরে দেখা যায়, টঙ্গী বাজারের সোনাভানের মার্কেটের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় ভবনটি ধসে যেতে পারে এমন শঙ্কায় রয়েছেন অনেকে। মার্কেটের সব দোকান সরিয়ে নিতে কয়েকবার নোটিস দিয়েছে সম্পত্তি বিভাগ। এমনকি কয়েক মাস ধরে ভাড়াও নেয় না সিটি করপোরেশন। সিটি কর্তৃপক্ষের দেওয়া নোটিস আমলে নিচ্ছেন না মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়ী বাচ্চু মিয়া বলেন, আমাদের একটা ব্যবস্থা করে দিলেই আমরা সরতে পারি। কয়েক মাস ধরে ভাড়া না নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। নগর ভবনের সম্পত্তি কর্মকর্তা নূরুজ্জামান মৃধা বলেন, মার্কেটের বিভিন্ন স্থানে ফাটল ধরায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দোকানপাট সরিয়ে নিতে কয়েকবার নোটিসও দেওয়া হয়েছে। কিন্তু কেউ জায়গা খালি করছেন না। এ ব্যাপারে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে একটি বহুতল আধুনিক ভবন নির্মাণ করা হবে। সব ব্যবসায়ী জায়গটা খালি করে দিলে কাজ করতে সুবিধা হবে। সবাইকে একটু সহযোগিতা করতে হবে।’

সর্বশেষ খবর