শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিহত পরিবার ও ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারে সহায়তা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনীতে গত শুক্রবারের হামলায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবার এবং ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী। গত বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই পরিবারের স্বজনদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে দুই পরিবারকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অনুদান দেন। এরপর হামলায় ক্ষতিগ্রস্ত কয়েকটি মন্দির পরিদর্শন করে সেগুলো সংস্কারের জন্য ৪ লাখ টাকা অনুদান দেন।

এ সময় তিনি হামলার ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদেরকে নির্দেশ দেন তিনি। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম জাফর উল্যা, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্‌বায়ক ইমন ভট্ট, একরামুল হক বিপ্লবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর