বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সিরাজগঞ্জে পুলিশ যুবদল সংঘর্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ-যুবদল-আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের  ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত এবং ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শহরের জেসি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। পুলিশ সরে যেতে বললে উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং হামলা চালায়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তিনি জানান, যুবদলের নেতাকর্মীরা ইটপাটকেলের আঘাতে সদর থানার তদন্ত ওসি গোলাম মোস্তফা, অফিসার সাইফুল ইসলাম এবং একজন কনষ্টেবল আহত হয়েছেন। জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু জানান, যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা  শান্তিপূর্ণ কর্মসুচি শুরু করে।

সর্বশেষ খবর