কলাপাড়ায় বড়শিতেই চলছে শতাধিক পরিবারের জীবন-জীবিকা। উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে কচুপাত্রা নদীতে সারিবদ্ধভাবে বাঁধা ছোট ছোট ডিঙ্গি নৌকা। এতে বসে আছে একজন করে লোক। তারা নদীতে ফেলছেন তিন-চারটা করে বড়শি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন কখন উঠবে মাছ। কারও বড়শিতে চিংড়ি, গুলসা, বগুনা, কোড়াল, গাগঁড়া, পাঙ্গাশ, রুই, কাউন, পোয়া, বাইলা ও কাঁকড়াসহ মাছ ধরা পড়ছে। অনেক বড়শিতে উঠছে বড় আকারের মাছ। এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করছেন ওই মৎস্যজীবীরা। স্থানীয় সূত্রে জানা যায়, কচুপাত্রা স্লুইসগেট-সংলগ্ন নদীতে বড়শি ফেলে মাছ শিকারের মাধ্যমে শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করছে। এসব মৎস্যশিকারি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা জো বুঝে চব্বিশ ঘণ্টাই কেউ না কেউ নৌকা ও বড়শি নিয়ে বসে থাকেন। বর্তমানে নদীতে মাছ কমে গেছে। তাই অনেকেই এ পেশা পরিবর্তন করছেন বলে জানিয়েছেন। তিন বছর ধরে নৌকায় বড়শি দিয়ে মাছ শিকার করছেন কাঁঠালপাড়া গ্রামের রাজ্জাক মিয়া। তিনি বলেন, নদীতে বড়শি বাই। মাছ যা পাই তা বাজারে ২০০-৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এর ওপরই চলে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ। অপর বড়শিওয়ালা ছলেম উদ্দিন বলেন, আগে বড় সাইজের মাছ ধরা পড়ত। তবে এখন নদীতে মাছ কমে গেছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব জেলের কার্ড করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারি কোনো বরাদ্দ এলে তাদের সহায়তা করা হবে।
শিরোনাম
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
বড়শিতে জীবন-জীবিকা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর