রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বড়শিতে জীবন-জীবিকা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বড়শিতে জীবন-জীবিকা

কলাপাড়ায় বড়শিতেই চলছে শতাধিক পরিবারের জীবন-জীবিকা। উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে কচুপাত্রা নদীতে সারিবদ্ধভাবে বাঁধা ছোট ছোট ডিঙ্গি নৌকা। এতে বসে আছে একজন করে লোক। তারা নদীতে ফেলছেন তিন-চারটা করে বড়শি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন কখন উঠবে মাছ। কারও বড়শিতে চিংড়ি, গুলসা, বগুনা, কোড়াল, গাগঁড়া, পাঙ্গাশ, রুই, কাউন, পোয়া, বাইলা ও কাঁকড়াসহ মাছ ধরা পড়ছে। অনেক বড়শিতে উঠছে বড় আকারের মাছ। এসব মাছ স্থানীয় বাজারে বিক্রি করছেন ওই মৎস্যজীবীরা। স্থানীয় সূত্রে জানা যায়, কচুপাত্রা স্লুইসগেট-সংলগ্ন নদীতে বড়শি ফেলে মাছ শিকারের মাধ্যমে শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করছে। এসব মৎস্যশিকারি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা জো বুঝে চব্বিশ ঘণ্টাই কেউ না কেউ নৌকা ও বড়শি নিয়ে বসে থাকেন। বর্তমানে নদীতে মাছ কমে গেছে। তাই অনেকেই এ পেশা পরিবর্তন করছেন বলে জানিয়েছেন। তিন বছর ধরে নৌকায় বড়শি দিয়ে মাছ শিকার করছেন কাঁঠালপাড়া গ্রামের রাজ্জাক মিয়া। তিনি বলেন, নদীতে বড়শি বাই। মাছ যা পাই তা বাজারে ২০০-৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এর ওপরই চলে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ। অপর বড়শিওয়ালা ছলেম উদ্দিন বলেন, আগে বড় সাইজের মাছ ধরা পড়ত। তবে এখন নদীতে মাছ কমে গেছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব জেলের কার্ড করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারি কোনো বরাদ্দ এলে তাদের সহায়তা করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর