শিরোনাম
রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অস্ত্র মামলায় বান্দরবানে কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অবৈধ অস্ত্র রাখার দায়ে সাচি মং মার্মা নামে এক ব্যক্তিকে ১৫ বছর কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আবু হানিফ। গত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়। এ সময় আসামি সাচি মং আদালতে উপস্থিত ছিলেন।  ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার চার্জ গঠন করা হয়।

প্রায় সাড়ে ৯ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, গ্রেফতারের পর থেকে আসামিকে যতদিন কারাবাসে থাকতে হয়েছে ১৫ বছরের কারাদ  থেকে তার বাদ যাবে। ২০১১ সালের ৩ জুলাই রাতে বান্দরবান সদর উপজেলার ঢলুপাড়া সংলগ্ন একটি পাহাড়ে মাটি গর্ত করে লুকিয়ে রাখা দুটি অস্ত্র এবং ১৩৮ রাউন্ড বিভিন্ন প্রকারের বুলেটসহ সাচি মং মার্মাকে আটক করে সেনাবাহিনী, পুলিশ সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। পরে তাকে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ খবর