বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ধাপ্পাবাজি ধরা পড়ায় চিতলিয়া ইউপির ভোট পেছাল ইসি

অপু এমপির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি

সংসদ সদস্য ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১) আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার অনুরোধ করেছেন- এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে ১১ নভেম্বর। এমপির আচরণের কারণে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা উদ্বিগ্ন। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তারা সন্দিহান। এদিকে, ধাপ্পাবাজির আশ্রয় নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়ার ঘটনা ধরা পড়ায় নির্বাচন কমিশন শরীয়তপুরের চিতলিয়া ইউনিয়নের নির্বাচন বাতিল করে পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছে। ইউনিয়নটিতে পরে সুবিধাজনক সময়ে আবার তফসিল ঘোষণা করা হবে। দ্বিতীয় ধাপের নির্বাচনে চিতলিয়া ইউনিয়নে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেকে অভিযোগ করেন যে, তাদের সই জাল করে ‘প্রার্থিতা প্রত্যাহার’ ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে সোমবার ইসি উপ-সচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ খবর