সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
কুষ্টিয়ায় কলেজের ১০ তলা ভবন নির্মাণ

৩০ মাসে ৩০ ভাগ কাজও হয়নি নিরাপত্তা না থাকায় দুর্ঘটনা

কুষ্টিয়া প্রতিনিধি

৩০ মাসে ৩০ ভাগ কাজও হয়নি নিরাপত্তা না থাকায় দুর্ঘটনা

কুষ্টিয়া সরকারি কলেজে ১০ তলা একাডেমিক ভবনের ১৮ মাস মেয়াদের নির্মাণ কাজ ৩০ মাস  পেরিয়ে গেলেও শেষ হয়নি। মাত্র ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নিম্নমানের কাজের অভিযোগও রয়েছে। এর মধ্যে নিরাপত্তা বলয় না থাকায় নির্মাণ কাজের রড ছুটে গিয়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গত ২০ নভেম্বরের ঘটনার পর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পর দিন কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন তারা। ঘটনার দুদিন পর ২২ নভেম্বর নির্মাণাধীন ১০ তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের রড ছুটে গিয়ে পিঠে গুরুতর আঘাত পান একাদশের এক শিক্ষার্থী। দ্রুত তাকে কুষ্টিয়া  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন সামনে চলে আসে। ওই দিন ঘটনার পর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন তারা। এখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীরাও যোগ দেন। শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালের মে মাসে কাজ শুরু হয়, ১৮ মাস মেয়াদ থাকলেও ৩০ মাস পেরিয়ে গেছে এখনো মাত্র ৩ তলা পর্যন্ত ছাদ ঢালাই হয়েছে। নির্মাণাধীন এ ভবনের পাশ দিয়ে গেলেই ইট-সুড়কি-বালু-সিমেন্ট গায়ে পড়ে। নাছিমের মতো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। মাথায় লাগলে মৃত্যুও হতে পারত। শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, নিরাপত্তা বলয় তৈরি করে ঠিকমতো কাজ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর