মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে পানির জন্য হাহাকার

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে পানির জন্য হাহাকার

গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় ১০ দিন ধরে পানি পাচ্ছে না শত শত পরিবার। পানির অভাবে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। গত ১৯ নভেম্বর দক্ষিণ আউচপাড়া বটতলা মগদম মুন্সি রোডে পানির পাম্পের বৈদ্যুতিক ট্রান্সমিটার বিকল হওয়ায় এ ঘটনা ঘটে। ডেসকো কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলে তারা বলছেন এটি সিটি করপোরেশনের কাজ। সিটি করপোরেশনে যোগাযোগ করলে বলা হচ্ছে এ সমস্যা ডেসকো দেখবে। রান্নাবান্না, গোসলসহ যাবতীয় কাজ সারতে এলাকার বাসিন্দাদের দূরদূরান্ত থেকে গভীর নলকূপের পানি সংগ্রহ করতে হচ্ছে। অনেকে নির্ভর করছেন বোতলজাত পানির ওপর। এলাকাবাসী জানান, মগদম মুন্সি রোডে ড্রেন নির্মাণ কাজ চলছিল। ঘটনার দিন ভেকু দিয়ে মাটি কাটার সময় ১১ কেভি আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক লাইনটি ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রান্সমিটার পুড়ে যায়। ফলে বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ হয়ে যায় পানির পাম্প। এ ছাড়া শিলমুন এলাকায় পানির পাম্প নষ্ট হওয়ায় কয়েক হাজার পরিবার কষ্টে রয়েছেন। পানির জন্য মানববন্ধনও করেছেন তারা।

সর্বশেষ খবর