শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

টাঙ্গাইলে দক্ষিণ আফ্রিকা ফেরত ছয়জন কোয়ারেন্টাইনে

টাঙ্গাইলের তিন উপজেলায় দক্ষিণ আফ্রিকাফেরত ছয়জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন গতকাল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদের মধ্যে মির্জাপুর উপজেলার তিন, বাসাইলের দুই ও কালিহাতীর একজন রয়েছেন। তারা সবাই গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ছয়জনের ঠিকানা খুঁজে বের করতে সহায়তা করেছে পুলিশ প্রশাসন। পুলিশের সহযোগিতায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন পর এদের করোনা পরীক্ষা করা হবে। এরপর নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা।     -টাঙ্গাইল প্রতিনিধি

 

সাজেকে অগ্নিকান্ডে পাঁচ রিসোর্ট দুটি রেস্টুরেন্ট পুড়ে ছাই

রাঙামাটির সাজেকে অগ্নিকান্ডে পাঁচটি রিসোর্ট ও দুটি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। আগুনের উৎস জানা যায়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সাজেক রিসোর্ট মালিক সমিতি। জানা যায়, সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্টে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন মুহুর্তে পাশের সাজেক ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্টে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।                -রাঙামাটি প্রতিনিধি

 

পরীক্ষার্থীদের অভিযোগে ডিজে গান বন্ধ করল পুলিশ

ফতুল্লার অক্টোফিস এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উচ্চ শব্দে ডিজে গান বাজানো বন্ধ করেছে পুলিশ। চলমান এইচএসসি পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার রাত ১০টার দিকে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়। ওই ঘটনার পর চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে জেলায় উচ্চ শব্দে ডিজে গান বাজানো বন্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। ফতুল্লা থানার অতিরিক্ত পুলিশ সুপার-সার্কেল নাজমুল হাসান বলেন, যেখানে-সেখানে এভাবে গান বাজানো বিবেকবান মানুষের কাজ নয়। এ বিষয়ে পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে।                -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর