শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কাঠের সেতুতে সাত গ্রামের মানুষের পারাপার

টাঙ্গাইল প্রতিনিধি

কাঠের সেতুতে সাত গ্রামের মানুষের পারাপার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে লৌহজং নদীর ওপর নির্মাণ করা হয়েছে কাঠের সেতু। এতে সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদারের উদ্যোগে নির্মিত হয়েছে এ সেতু। গত ২৮ নভেম্বর নারান্দিয়া ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সরজমিনে দেখা যায়, নারান্দিয়া ইউনিয়ন এবং এলেঙ্গা পৌরসভার সীমান্তবর্তী গ্রাম ঘড়িয়া। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। নদীর দুই পাড়ে রয়েছে শেরপুর, মিরপুর, ঘড়িয়া, পোষণা, দেউলাবাড়ী, নাগা, তাঁতিহারা গ্রাম। এসব গ্রামের মানুষ যুগের পর যুগ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হয়েছেন। এলাকাবাসীর ভোগান্তির কথা ভেবে সদ্য নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার বুধবার ঘড়িয়া গ্রামে লৌহজং নদীর ওপর ১৩০ ফুট লম্বা কাঠের সেতু উদ্বোধন করেন। সেতুর নির্মাণ খরচ ১ লাখ টাকার সিংহভাগই দিয়েছেন চেয়ারম্যান। বাকিটুকু বহন করেছেন গ্রামবাসী। নাগা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুরমুজ আলী তালুকদার বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন নতুন চেয়ারম্যান। ঘড়িয়া গ্রামের ইমান আলী বলেন আমরা ভ্যান, রিকশা ও অটো নিয়ে গ্রামে চলাচল করতে পারতাম না।

সর্বশেষ খবর