শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ঢাকা-জামালপুর ডাবল লাইন বাস্তবায়ন দাবিতে ট্রেনযাত্রা

ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন ও ভূঞাপুর-টাঙ্গাইল রুটে রেলের বাইপাস নির্মাণসহ সারা দেশে রেলের যাত্রীসেবার মান বৃদ্ধির দাবিতে ট্রেন অভিযাত্রা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত বিশেষ ট্রেনে এই অভিযাত্রার আয়োজন করা হয়। নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদসহ কয়েকটি সংগঠন এর আয়োজন করে। বিশেষ ট্রেনে ঢাকা থেকে রেল অভিযাত্রা শেষে জামালপুর স্টেশনে সমাবেশ হয়। নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে বক্তব্য রাখেন তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম জামালপুর শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কমিশন জামালপুর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোর্শেদ প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে রেলওয়েকে প্রধান পরিবহনে পরিণত করতে পারলে সড়ক দুর্ঘটনা কমার পাশাপাশি কম সময়ে ও কম খরচে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে।                 -জামালপুর প্রতিনিধি

 

গ্যাসলাইন লিকেজ থেকে আগুন

টঙ্গীতে পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টঙ্গীর চেরাগআলীর বেপারীবাড়ি এলাকায় গতকাল সকালে এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, বেপারীবাড়ির ওই লাইন থেকে কয়েকদিন ধরে বুদবুদ করে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি তিতাস গ্যাস অফিসে জানালে তারা গুরুত্ব দেননি। শুক্রবার সকালে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করার সময় ওই পাইপলাইনে হঠাৎ আগুন ধরে যায়। টঙ্গী দমকল বাহিনী ও তিতাস গ্যাসের শ্রমিক-কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী দমকল বাহিনীর পরিদর্শক এস কে তুহিন বলেন, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন লেগেছে। দমকল বাহিনীর দুটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী তিতাস গ্যাস বিক্রয় ও বিতরণ বিভাগের ব্যবস্থাপক এরশাদ মাহমুদ বলেন,

ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের উৎস। তবে জানমালের কোনো ক্ষতি হয়নি।                 -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গোপালগঞ্জে যাত্রা উৎসব

বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা। আধুনিকায়নের এই যুগে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে দীর্ঘদিন পর হলেও গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো যাত্রা উৎসব। আগামী প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে আগামীতেও এমন আয়োজনের দাবি সংস্কৃতিপ্রেমীদের।  এক সময় গ্রামগঞ্জে রাতভর মঞ্চস্থ হতো যাত্রাপালা। দূর-দূরান্ত থেকে হাজারো যাত্রাপ্রেমী এসে ভিড় জমাত আসরে তাদের প্রিয় শিল্পীদের অভিনয় দেখার জন্য। মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যাত্রা উৎসব। অরণ্য অপেরার যাত্রা শিল্পীরা ‘মাধবী কেন বিরাঙ্গনা’ যাত্রাপালায় তাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন দেশের মহান মুক্তিযুদ্ধের কাহিনি।     -গোপালগঞ্জ প্রতিনিধি

 

সন্ত্রাসী হামলায় আহত ২

গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় দুজন আহত হয়েছেন। টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার সাজ্জাদ ও শিরিন আক্তার মুন্নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপতালে ভর্তি করেছেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর বিসিকের এ্যালিগেন্স কারখানার ঝুট ব্যবসা নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুরের সঙ্গে বসির আহম্মেদের বিরোধ চলছে। এর জেরে শুক্রবার দুপুরে শুক্কুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বসিরের শ্বশুরবাড়িতে হামলা চালায়। এতে বসিরের খালাত ভাই সাজ্জাদ ও ভাবি মুন্নি আহত হন। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে অইনগত ব্যবস্থা নেওয়া হবে।        -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর