বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

চাকায় চাদর পেঁচিয়ে স্কুলছাত্রের মৃত্যু

বুড়িচংয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে রাস্তায় পড়ে ফাহিম ভূঁইয়া (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বুড়িচং-রাজাপুর সড়কের হরিপুরের কালা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফাহিম বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের কালাম ভূঁইয়ার ছেলে। অটোরিকশা চালানোর পাশাপাশি ফাহিম পাঁচোড়া স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করত। সূত্র জানান, অটোরিকশা চালক ফাহিম এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বুড়িচং সদরে পরীক্ষা কেন্দ্রে যায়। বাড়ি ফেরার পথে হরিপুর কালা ব্রিজ নামক স্থানে চাদর পেঁচিয়ে অটোরিকশাসহ সে খালে পড়ে যায়। সেখানে কয়েকজন মহিলা কর্মী সড়কে কাজ করা অবস্থায় ফাহিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। পরে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-কুমিল্লা প্রতিনিধি

 

৮ প্রার্থীকে নিয়ে নৌকায় ভোট চাইলেন এমপি

গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থীকে এক মঞ্চে তুলে নৌকায় ভোট চাইলেন স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এক সঙ্গে উপজেলা নির্বাচন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে তিনি এই আহ্বান জানান। ৫ জানুয়ারি শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন।

-শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর