শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে জীবনযুদ্ধে নারীরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সরকারি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যাচ্ছেন বগুড়ার নারীরা। দক্ষজনশক্তি গঠনে ভূমিকা রাখেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প। বগুড়ার এ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে গত ছয় বছরে ৬৬৫ জন প্রশিক্ষণ নিয়েছেন। এখান থেকে প্রশিক্ষণ নেওয়া নারীরা চাকরি করছেন সরকারের বিভিন্ন দফতরে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ও জাতীয় মহিলা সংস্থাধীন জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প বগুড়াসহ ১০ জেলায় ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। পরিবর্তিতে পর্যায়ক্রমে সারা দেশে এ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠে। এসএসসি পাসের পর যে কোনো নারী এই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষা বোর্ড সনদ প্রদান করে। প্রকল্পের বগুড়ার প্রশিক্ষক খাদিজাতুল কোবরা জানান, সরকারিভাবে এখানে শুধু নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অনেকে বিভিন্ন স্থানে চাকরি করছেন।

সর্বশেষ খবর