দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়ক সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ওই সড়কে যাতায়াতকারী জনসাধারণসহ যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে। সড়ক দুটি হচ্ছে জেলা শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় এবং করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত। এসব সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ ও যানবাহন চালকরা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। সড়ক দুটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল সমাজ। শহর ঘুরে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর পাওয়ার মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় ও হুজরাপুরের করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত সড়কটির ইট বালি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই পুরো সড়ক কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে চলতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছে এলাকাবাসী। এ দুই সড়কে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। এছাড়া এ সড়কে রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, মার্কেট, চাউল পট্টি, বিভিন্ন দোকান। বিশেষ করে হুজরাপুরের করনেশন রোড-মহানন্দা বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় ঢাকা বাসস্ট্যান্ডের অবস্থান। এখান থেকে যাত্রীরা ঢাকা যান। কিন্তু খানাখন্দের কারণে এ সড়কে প্রায়ই অটো রিকশা উল্টে গিয়ে যাত্রীরা বিব্রত অবস্থায় পড়ছেন। এক বছরের অধিক সময় ধরে সংস্কার না হওয়ায় সড়ক দু’টির অবস্থা এখন নাজুক। কয়েকজন যাত্রী বলেন, সড়ক দুটি গ্রীষ্মকালীন সময়ে ধুলাবালিতে ভরে যায় আর বৃষ্টি হলেই পুরো কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এমনকি শুকনো মৌসুমেও খানাখন্দ থাকায় এ সড়ক দিয়ে রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। এসব সড়ক সংস্কারের পাশাপাশি প্রশস্ত এবং শোভাবর্ধন করা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ। এছাড়া সার্কিট হাউস রোড থেকে শান্তিবা মোড় পর্যন্ত সড়ক, পুরাতন সিএন্ডবি এলাকার রাস্তাটিও বেহাল অবস্থায় রয়েছে। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান জানান, সড়কগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সড়কও সংস্কার করা হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল