দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়ক সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ওই সড়কে যাতায়াতকারী জনসাধারণসহ যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে। সড়ক দুটি হচ্ছে জেলা শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় এবং করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত। এসব সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ ও যানবাহন চালকরা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। সড়ক দুটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল সমাজ। শহর ঘুরে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর পাওয়ার মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় ও হুজরাপুরের করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত সড়কটির ইট বালি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই পুরো সড়ক কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে চলতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছে এলাকাবাসী। এ দুই সড়কে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। এছাড়া এ সড়কে রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, মার্কেট, চাউল পট্টি, বিভিন্ন দোকান। বিশেষ করে হুজরাপুরের করনেশন রোড-মহানন্দা বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় ঢাকা বাসস্ট্যান্ডের অবস্থান। এখান থেকে যাত্রীরা ঢাকা যান। কিন্তু খানাখন্দের কারণে এ সড়কে প্রায়ই অটো রিকশা উল্টে গিয়ে যাত্রীরা বিব্রত অবস্থায় পড়ছেন। এক বছরের অধিক সময় ধরে সংস্কার না হওয়ায় সড়ক দু’টির অবস্থা এখন নাজুক। কয়েকজন যাত্রী বলেন, সড়ক দুটি গ্রীষ্মকালীন সময়ে ধুলাবালিতে ভরে যায় আর বৃষ্টি হলেই পুরো কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এমনকি শুকনো মৌসুমেও খানাখন্দ থাকায় এ সড়ক দিয়ে রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। এসব সড়ক সংস্কারের পাশাপাশি প্রশস্ত এবং শোভাবর্ধন করা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ। এছাড়া সার্কিট হাউস রোড থেকে শান্তিবা মোড় পর্যন্ত সড়ক, পুরাতন সিএন্ডবি এলাকার রাস্তাটিও বেহাল অবস্থায় রয়েছে। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান জানান, সড়কগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সড়কও সংস্কার করা হবে।
শিরোনাম
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল