দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ দুটি সড়ক সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ওই সড়কে যাতায়াতকারী জনসাধারণসহ যানবাহন চালকদের ভোগান্তি বাড়ছে। সড়ক দুটি হচ্ছে জেলা শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় এবং করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড পর্যন্ত। এসব সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ ও যানবাহন চালকরা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন। সড়ক দুটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল সমাজ। শহর ঘুরে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্র হুজরাপুর পাওয়ার মোড় থেকে ফায়ার সার্ভিসের মোড় ও হুজরাপুরের করনেশন রোড থেকে মহানন্দা বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত সড়কটির ইট বালি উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলেই পুরো সড়ক কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়ক দিয়ে চলতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছে এলাকাবাসী। এ দুই সড়কে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। এছাড়া এ সড়কে রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, মার্কেট, চাউল পট্টি, বিভিন্ন দোকান। বিশেষ করে হুজরাপুরের করনেশন রোড-মহানন্দা বাসস্ট্যান্ড যাওয়ার রাস্তায় ঢাকা বাসস্ট্যান্ডের অবস্থান। এখান থেকে যাত্রীরা ঢাকা যান। কিন্তু খানাখন্দের কারণে এ সড়কে প্রায়ই অটো রিকশা উল্টে গিয়ে যাত্রীরা বিব্রত অবস্থায় পড়ছেন। এক বছরের অধিক সময় ধরে সংস্কার না হওয়ায় সড়ক দু’টির অবস্থা এখন নাজুক। কয়েকজন যাত্রী বলেন, সড়ক দুটি গ্রীষ্মকালীন সময়ে ধুলাবালিতে ভরে যায় আর বৃষ্টি হলেই পুরো কর্দমাক্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এমনকি শুকনো মৌসুমেও খানাখন্দ থাকায় এ সড়ক দিয়ে রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। এসব সড়ক সংস্কারের পাশাপাশি প্রশস্ত এবং শোভাবর্ধন করা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ। এছাড়া সার্কিট হাউস রোড থেকে শান্তিবা মোড় পর্যন্ত সড়ক, পুরাতন সিএন্ডবি এলাকার রাস্তাটিও বেহাল অবস্থায় রয়েছে। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান জানান, সড়কগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সড়কও সংস্কার করা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
পৌরসভার বেহাল সড়কে ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর