শিরোনাম
বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে চাকরি দেওয়ার কথা বলে ডেকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় করা মামলার আসামি যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নোয়াখালী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই কুমিল্লা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি জানান। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফুয়াদ ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। সে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও পিবিআইর কাছে জানিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত রবিবার  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা বাজারে ডেকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ওই নেতা।               -নোয়াখালী প্রতিনিধি

কারুমেলা ও লোকজ উৎসব শুরু

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হয়েছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। করোনা মহামারির কারণে ৪০ দিন পিছিয়ে গতকাল বিকাল ৩টায় ফাউন্ডেশনের লোকজ মঞ্চে মেলা উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন দেশ স্বাধীন হয়েছিল, তেমনি জাতির পিতার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। মেলার মঞ্চ থেকে জাতির পিতাকে অভিনন্দন ও সালাম জানাই। এ সময় আরও বক্তৃতা করেন অতিরিক্ত সংস্কৃতি সচিব মনিরুল আলম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক এমপি কায়সার হাসনাত, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ।               -সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কারাগারে নারী হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নারী হাজতির মৃত্যু হয়েছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন। মৃতের নাম ফুলজান (৫৮)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার তারা মিয়ার স্ত্রী। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বলেন, ফুলজানের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় মামলা ছিল। ওই মামলায় তিনি কারাবন্দি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়েন ফুলজান। তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিনই পাঠানো হয় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।      -গাজীপুর প্রতিনিধি

ভুয়া চিকিৎসক আটক

 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন র‌্যাব-১১ এর সদস্যরা। আটক রুবেল হোসেন ফরিদপুরের কোতোয়ালির গোয়ালেরটিলা এলাকার ইউনুস শেখের ছেলে। গতকাল সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি বিএমডিসির নিবন্ধিত না হয়েও নিজেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে নিজের নামে সিলমোহর, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার (গতকাল) দুপুরে আটি সিদ্ধিরগঞ্জ এলাকার একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে তার নাম সংবলিত সিল, ভিজিটিং কার্ডসহ চিকিৎসাসামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।       -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর