নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে চাঁপাইনবাবগঞ্জের মধ্য ও নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। দুই সপ্তাহ ধরে বেড়েই চলেছে বিভিন্ন পণ্যের দাম। অব্যাহত দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। জানা যায়, সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে পিঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৬৮ থেকে ১৭০ টাকায়। গরুর মাংস ৬৫০ টাকা, খাসি ৮০০, মোটা ও চিকন চাল যথাক্রমে ৪২ ও ৫৬ টাকা, সোনালি মুরগি কেজিপ্রতি ২৬০, ব্রয়লার ১৪০-১৬০, দেশি মুরগি ৪২০, চিনি ৭৮ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গতকাল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, দাম বৃদ্ধি অব্যাহত থাকলেও বাজার মনিটরিং করছে না স্থানীয় প্রশাসন। শহরের তহাবাজার, মডার্ন মার্কেট কাঁচাবাজার ও মণ্ডল মার্কেট কাঁচাবাজারে দেখা যায়, শাক-সবজির সরবরাহ ভালো থাকলেও চড়া সবজি বাজার। টমেটো ৩০-৪০ টাকা কেজি, বেগুন ৫০, করলা ১২০, শিম ৫০-৬০, হাইব্রিড শসা ৭০, খিরা ৫০, গাজর ৩০, ফুলকপি পিস ৪০ টাকা, চায়না রসুন ১০০-১১০, আলু ১২ টাকা কেজি, মিষ্টি কুমড়া কেজি ৩৫ টাকা, কাঁচকলা ৩০ টাকা কেজি, শসা ৬০, পেঁপে ২০, দেশি আদা ৬০-৭০, মটর ডাল ৯০ এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে মসলার দাম। সবজি বিক্রেতা আবদুর রাকিব জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। পাইকারি বিক্রেতারা বলেন, এবার আবহাওয়া প্রতিকূল থাকায় সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সরবরাহ কম থাকায় দাম বাড়তি।
শিরোনাম
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
- মাদারীপুরে দাফনের দেড় মাস পর ঠিকাদারের মরদেহ উত্তোলন
- রূপগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী আইন শিক্ষার্থীদের বুট ক্যাম্প
- ফ্লোরিডায় তিন খুনের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
- চট্টগ্রামে তিন শতাধিক মানুষ পেল চিকিৎসা ও ওষুধ
- ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
- দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
- পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: সুলতান সালাউদ্দিন টুকু
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো