নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে চাঁপাইনবাবগঞ্জের মধ্য ও নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। দুই সপ্তাহ ধরে বেড়েই চলেছে বিভিন্ন পণ্যের দাম। অব্যাহত দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। জানা যায়, সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে পিঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৬৮ থেকে ১৭০ টাকায়। গরুর মাংস ৬৫০ টাকা, খাসি ৮০০, মোটা ও চিকন চাল যথাক্রমে ৪২ ও ৫৬ টাকা, সোনালি মুরগি কেজিপ্রতি ২৬০, ব্রয়লার ১৪০-১৬০, দেশি মুরগি ৪২০, চিনি ৭৮ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গতকাল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, দাম বৃদ্ধি অব্যাহত থাকলেও বাজার মনিটরিং করছে না স্থানীয় প্রশাসন। শহরের তহাবাজার, মডার্ন মার্কেট কাঁচাবাজার ও মণ্ডল মার্কেট কাঁচাবাজারে দেখা যায়, শাক-সবজির সরবরাহ ভালো থাকলেও চড়া সবজি বাজার। টমেটো ৩০-৪০ টাকা কেজি, বেগুন ৫০, করলা ১২০, শিম ৫০-৬০, হাইব্রিড শসা ৭০, খিরা ৫০, গাজর ৩০, ফুলকপি পিস ৪০ টাকা, চায়না রসুন ১০০-১১০, আলু ১২ টাকা কেজি, মিষ্টি কুমড়া কেজি ৩৫ টাকা, কাঁচকলা ৩০ টাকা কেজি, শসা ৬০, পেঁপে ২০, দেশি আদা ৬০-৭০, মটর ডাল ৯০ এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে মসলার দাম। সবজি বিক্রেতা আবদুর রাকিব জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। পাইকারি বিক্রেতারা বলেন, এবার আবহাওয়া প্রতিকূল থাকায় সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সরবরাহ কম থাকায় দাম বাড়তি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
নিত্যপণ্যের দামে নাভিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর