নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধির ফলে চাঁপাইনবাবগঞ্জের মধ্য ও নিম্ন আয়ের মানুষ হিমশিম খাচ্ছে। দুই সপ্তাহ ধরে বেড়েই চলেছে বিভিন্ন পণ্যের দাম। অব্যাহত দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। জানা যায়, সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জে পিঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল কিনতে হচ্ছে ১৬৮ থেকে ১৭০ টাকায়। গরুর মাংস ৬৫০ টাকা, খাসি ৮০০, মোটা ও চিকন চাল যথাক্রমে ৪২ ও ৫৬ টাকা, সোনালি মুরগি কেজিপ্রতি ২৬০, ব্রয়লার ১৪০-১৬০, দেশি মুরগি ৪২০, চিনি ৭৮ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গতকাল শহরের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতাদের অভিযোগ, দাম বৃদ্ধি অব্যাহত থাকলেও বাজার মনিটরিং করছে না স্থানীয় প্রশাসন। শহরের তহাবাজার, মডার্ন মার্কেট কাঁচাবাজার ও মণ্ডল মার্কেট কাঁচাবাজারে দেখা যায়, শাক-সবজির সরবরাহ ভালো থাকলেও চড়া সবজি বাজার। টমেটো ৩০-৪০ টাকা কেজি, বেগুন ৫০, করলা ১২০, শিম ৫০-৬০, হাইব্রিড শসা ৭০, খিরা ৫০, গাজর ৩০, ফুলকপি পিস ৪০ টাকা, চায়না রসুন ১০০-১১০, আলু ১২ টাকা কেজি, মিষ্টি কুমড়া কেজি ৩৫ টাকা, কাঁচকলা ৩০ টাকা কেজি, শসা ৬০, পেঁপে ২০, দেশি আদা ৬০-৭০, মটর ডাল ৯০ এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি দরে। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে মসলার দাম। সবজি বিক্রেতা আবদুর রাকিব জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। পাইকারি বিক্রেতারা বলেন, এবার আবহাওয়া প্রতিকূল থাকায় সবজি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সরবরাহ কম থাকায় দাম বাড়তি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
নিত্যপণ্যের দামে নাভিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর