সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

মৎস্যজীবীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। গোপালগঞ্জ মৎস্যচাষী সমিতির ব্যানারে ভুক্তভোগীরা এ মানববন্ধন করেন। গতকাল সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে মৎস্যচাষী সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিল। মানববন্ধনের পর পৌর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান খান ছোটন সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক সরকারি প্রকল্পের আওতায় চাকরি ও সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জসহ আশপাশের ১০ জেলার ৪৯ উপজেলার বেকার যুবক, মৎস্যচাষী এবং মৎস্যজীবীদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন চাকরি ও টাকার কথা বললে তিনি কোনোটাই না দিয়ে ছল চাতুরি করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর