রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ওষুধ মেয়াদোত্তীর্ণ, সেমাইয়ে ক্ষতিকর রং

দিনাজপুর প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সেমাইয়ে ক্ষতিকর রং মিশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সকালে পার্বতীপুরের দাগলাগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুমি। তিনি বলেন, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে শহীদুল মেডিকেল হলকে ৪০০০, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রয় অপরাধে শফিক ফার্মেসিকে ৩০০০ টানা জরিমানা করা হয়। এ ছাড়া বর্ষায় লাচ্ছা সেমাই তৈরিতে ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে একটি কারখানাকে ৭০০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের অধিকার আদায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সবসময় তৎপর। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে দিনাজপুরে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর