রবিবার, ১ মে, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আলুটিলায় পানি সংকট নিরসনে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির আলুটিলায় বসবাসকারী পাহাড়িদের সুপেয় পানি সংকট নিরসনে এগিয়ে এসেছে সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের অধীনে সেনাবাহিনীর সদস্যরা মোটর বসিয়ে ১০ হাজার লিটারের পানির ট্যাংকির মাধ্যমে আলুটিলা পুনর্বাসন ১ ও ২ এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করেছে। এর ফলে এলাকার ১৬০ পরিবারের সাড়ে ৩০০ মানুষ সুপেয় পানির সুবিধা পাচ্ছে। গতকাল পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম। এ সময় লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, জিটু-আই মেজর জাহিদ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর