মঙ্গলবার, ১০ মে, ২০২২ ০০:০০ টা

নেতা-কর্মীদের মধ্যে চাঙা ভাব

জেলা বিএনপির কাউন্সিল

দিনাজপুর প্রতিনিধি

দীর্ঘ প্রায় ১২ বছর পর জেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষিত হওয়ার পর থেকে আবারও নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে। নেতা-কর্মীদের উচ্ছ্বাসে জেলা বিএনপির দলীয় কার্যালয় এখন সরব। দীর্ঘদিন পরে হলেও দিনাজপুরের ১৩ উপজেলাতেও এখন বিএনপি নেতা-কর্মীদের মাঝে চাঙা ভাব লক্ষ্যণীয়। দলীয় গ্রুপিং, মতবিরোধ আর সমন্বয়হীনতার কারণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পাঁচ বছর পর আগামী ১৪ মে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১০ সালের ২৬ জানুয়ারি দিনাজপুর বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের আগস্ট মাসে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এরপর সাড়ে পাঁচ বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি কিংবা কাউন্সিলও হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ১৪ মে জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানায়। এদিকে, জেলা বিএনপির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদের বিপরীতে মহিলা প্রার্থীসহ ১৬ জন প্রার্থী লড়ছেন। ভোটের জন্য প্রার্থীরা প্রত্যেক কাউন্সিলরদের দ্বারে দ্বারে ছুটছেন। ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের মধ্যে দুটি ইউনিট ছাড়া ২০টি ইউনিটের প্রায় ১ হাজার ৯০০ ভোটার ভোট প্রদান করবেন। সাতটি পদের নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী হলেন- অ্যাডভোকেট মো. আবদুল হালিম, অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, আলহাজ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও মো. হাফিজুর রহমান সরকার। সিনিয়র সহসভাপতি দুজন প্রার্থী হলেন- মো. খালেকুজ্জামান বাবু ও মো. মোকাররম হোসেন। সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী হলেন- মো. আখতারুজ্জমান জুয়েল ও বখতিয়ার আহমেদ কচি। যুগ্ম সম্পাদক পদে তিনজন প্রার্থী হলেন- মো. শাহিন খান, মোস্তফা কামাল মিলন ও মুরাদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন প্রার্থী হলেন- মো. আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, মো. জাহাঙ্গীর আলম, মো. সোহেল নিশাত ও একমাত্র মহিলা প্রার্থী হাসনা হেনা হিরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন জানান, দীর্ঘদিন পরে হলেও দলকে গতিশীল আর বেগবান করতে ১৪ মে নতুন নেতৃত্ব গঠন করবেন কাউন্সিলরা। এটিই দলের মধ্যে গণতন্ত্রের বহিঃপ্রকাশ। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বিএনপি দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস রেজিনা ইসলামের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ ১৪ মে নির্ধারণ করা হয়। সম্মেলন বাস্তবায়নে আরও পাঁচটি উপকমিটি গঠন করা হয়। ইতোমধ্যে কাউন্সিলে জেলা বিএনপির নির্বাচন পরিচালনার জন্য অ্যাডভোকেট আশফাক আহম্মদকে প্রধান করে অ্যাডভোকেট শামিম বিন গোলাম পার্ল ও অ্যাডভোকেট ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জুসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর