বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি সায়েম সোবহান আনভীরের নির্দেশে ব্যবসায়ীরা সোনার মান ঠিক না রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ স্বর্ণ ব্যবসায়ীদের ভ্যাট, ট্যাক্স এবং পরিবহনের নামে ভ্যাট ও পুলিশি হয়রানির বিরুদ্ধে বাজুস কঠোর অবস্থান নেবে। ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এসব কথা বলেন। মতবিনিময় সভার আয়োজন করে বাজুস ঝালকাঠি জেলা শাখা। ডা. দিলীপ কুমার রায় আরও বলেন, আমাদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শিল্পনীতি ঘোষণা করেছেন। এ জন্য বাজুসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের আগে অনেক সমস্যা ছিল। স্বর্ণ-নীতিমালার কারণে ব্যবসায়ীরা হয়রানিমুক্ত হয়েছেন। আগে বহু সমস্যা থাকলেও বাজুসের সভাপতির দায়িত্ব নিয়ে সায়েম সোবহান আনভীর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা আজ নিশ্চিন্তে ব্যবসা করতে সাহস পাচ্ছি। স্বর্ণ ব্যবসায়ীদের পাশে থাকবে কেন্দ্রীয় বাজুস। স্বর্ণ ব্যবসায়ীরা কোনোরকম ফি ছাড়াই বাজুসের সদস্য হতে পারবেন। বাজুস ঝালকাঠি জেলা শাখার সভাপতি পরান কুমার কর্মকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ মাসুদুর রহমান, সহসম্পাদক ও সদস্য সচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল কর্মকার। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও ঐতিহ্যবাহী ঝালকাঠির গামছা উপহার দেওয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে তার ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ