বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি সায়েম সোবহান আনভীরের নির্দেশে ব্যবসায়ীরা সোনার মান ঠিক না রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ স্বর্ণ ব্যবসায়ীদের ভ্যাট, ট্যাক্স এবং পরিবহনের নামে ভ্যাট ও পুলিশি হয়রানির বিরুদ্ধে বাজুস কঠোর অবস্থান নেবে। ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এসব কথা বলেন। মতবিনিময় সভার আয়োজন করে বাজুস ঝালকাঠি জেলা শাখা। ডা. দিলীপ কুমার রায় আরও বলেন, আমাদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শিল্পনীতি ঘোষণা করেছেন। এ জন্য বাজুসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের আগে অনেক সমস্যা ছিল। স্বর্ণ-নীতিমালার কারণে ব্যবসায়ীরা হয়রানিমুক্ত হয়েছেন। আগে বহু সমস্যা থাকলেও বাজুসের সভাপতির দায়িত্ব নিয়ে সায়েম সোবহান আনভীর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা আজ নিশ্চিন্তে ব্যবসা করতে সাহস পাচ্ছি। স্বর্ণ ব্যবসায়ীদের পাশে থাকবে কেন্দ্রীয় বাজুস। স্বর্ণ ব্যবসায়ীরা কোনোরকম ফি ছাড়াই বাজুসের সদস্য হতে পারবেন। বাজুস ঝালকাঠি জেলা শাখার সভাপতি পরান কুমার কর্মকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ মাসুদুর রহমান, সহসম্পাদক ও সদস্য সচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল কর্মকার। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও ঐতিহ্যবাহী ঝালকাঠির গামছা উপহার দেওয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে তার ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।
শিরোনাম
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
‘ব্যবসায়ীরা সোনার মান ঠিক না রাখলে ব্যবস্থা নেওয়া হবে’
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর