বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সভাপতি সায়েম সোবহান আনভীরের নির্দেশে ব্যবসায়ীরা সোনার মান ঠিক না রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৈধ স্বর্ণ ব্যবসায়ীদের ভ্যাট, ট্যাক্স এবং পরিবহনের নামে ভ্যাট ও পুলিশি হয়রানির বিরুদ্ধে বাজুস কঠোর অবস্থান নেবে। ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে জেলার স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এসব কথা বলেন। মতবিনিময় সভার আয়োজন করে বাজুস ঝালকাঠি জেলা শাখা। ডা. দিলীপ কুমার রায় আরও বলেন, আমাদের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শিল্পনীতি ঘোষণা করেছেন। এ জন্য বাজুসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের আগে অনেক সমস্যা ছিল। স্বর্ণ-নীতিমালার কারণে ব্যবসায়ীরা হয়রানিমুক্ত হয়েছেন। আগে বহু সমস্যা থাকলেও বাজুসের সভাপতির দায়িত্ব নিয়ে সায়েম সোবহান আনভীর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় দিয়েছেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা আজ নিশ্চিন্তে ব্যবসা করতে সাহস পাচ্ছি। স্বর্ণ ব্যবসায়ীদের পাশে থাকবে কেন্দ্রীয় বাজুস। স্বর্ণ ব্যবসায়ীরা কোনোরকম ফি ছাড়াই বাজুসের সদস্য হতে পারবেন। বাজুস ঝালকাঠি জেলা শাখার সভাপতি পরান কুমার কর্মকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহসম্পাদক ও ভাইস চেয়ারম্যান বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ মাসুদুর রহমান, সহসম্পাদক ও সদস্য সচিব বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং জয়নাল আবেদীন খোকন, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপ রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজুস ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল কর্মকার। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও ঐতিহ্যবাহী ঝালকাঠির গামছা উপহার দেওয়া হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের পক্ষে তার ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল।
শিরোনাম
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
‘ব্যবসায়ীরা সোনার মান ঠিক না রাখলে ব্যবস্থা নেওয়া হবে’
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর