শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

চাঁদাবাজি মামলায় গ্রেফতার ছাত্রলীগের সাবেক দুই নেতা

নড়াইল প্রতিনিধি

নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি আনজুমান আরার কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলার আসামি সাবেক দুই ছাত্রলীগ নেতা উচ্ছাস আলম এবং ফাইনুল ইসলাম শাওনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি শেখ শওকত কবির। এর আগে বুধবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিলেট থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্ত উচ্ছাস আলম নড়াইল পৌর-ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং শাওন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের বাড়ি পৌর শহরের ভওয়াখালী গ্রামে।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, নড়াইল পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি উচ্ছাস আলম ও সাবেক ছাত্রলীগ নেতা ফাইনুল ইসলাম শাওন নড়াইল পৌর মেয়রের কক্ষে প্রবেশ করে। এ সময় মেয়র আনজুমান আরা এবং প্যানেল মেয়র জহিরুল হকের সঙ্গে তাদের পৌরসভার হাট-বাজারের খাজনা ও টোল আদায়ের টেন্ডারের বিষয়ে বাকবিত- হয়। এক পর্যায়ে তারা উভয়কেই গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় পরদিন মেয়র বাদী হয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা করেন।

সর্বশেষ খবর