রবিবার, ১৯ জুন, ২০২২ ০০:০০ টা

৮ দফা বাস্তবায়নে সাংস্কৃতিক জোটের সমাবেশ

প্রতিদিন ডেস্ক

বাজেটে সাংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ব ঘোষিত আট দফা বাস্তবায়ন দাবিতে সমাবেশ হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া, দিনাজপুর ও জয়পুরহাট শাখার আয়োজনে নিজ নিজ এলাকায় এ সমাবেশ করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দাবিগুলো হলো- জাতীয় বাজেটের শতকরা একভাগ সংস্কৃতি খাতে বরাদ্দ, প্রত্যেক উপজেলায় ৫০০ আসনের মিলনায়তন নির্মাণ, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মৃতিভবন নির্মাণ, ঢাকাসহ মহানগরগুলোতে ৭০০ আসনের মিলনায়তন নির্মাণ, অসচ্ছল শিল্পীদের মাসিক অনুদান ১০ হাজার টাকা নির্ধারণ, প্রতি উপজেলায় একজন করে শিল্পকলা আফিসার প্রদান, বেতার-টেলিভিশনসহ সরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে শিল্পীদের সম্মানী প্রদান, জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা, সংস্কৃতিকর্মীদের আবাসনের জন্য সংস্কৃতিপল্লী নির্মাণ।

সর্বশেষ খবর