মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

আত্মহত্যা প্রতিরোধে কুবিতে কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও আত্মহত্যা প্রতিরোধ অভিযান’ শীর্ষক              কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ‘মনের বন্ধু’ প্লাটফরম ও ছাত্র পরামর্শ এবং নির্দেশনা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘মনের বন্ধু’ ২০১৬ সাল থেকে মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা, ওয়ান টু ওয়ান এবং মোবাইল ও ভিডিও কাউন্সেলিংসহ ফেসবুকের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে এক দিন করে মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা করা হবে বলে জানান ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান। কর্মশালার উদ্বোধক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধ করতে এ কর্মশালা কার্যকর ভূমিকা পালন করবে। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ দেন ‘মনের বন্ধু’ প্লাটফরমের সহযোগী সাইকো সোশ্যাল কাউন্সেলর রাজন দাস।

সর্বশেষ খবর