শিরোনাম
মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু কারাগারে

পাবনা প্রতিনিধি

১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে ট্রেনে গুলি করে হত্যাচেষ্টা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাবনা জেলা গোয়েন্দা অফিস থেকে জাকারিয়া পিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর সে সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা ট্রেনে ঈশ্বরদী স্টেশন পার হওয়ার সময় গুলিবর্ষণ করেন জাকারিয়া পিন্টুসহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। ওই ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলায় ২০১৯ সালের ৩ জুলাই ঈশ্বরদী বিএনপির ৯ শীর্ষ নেতার মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দিন থেকেই পলাতক ছিলেন পিন্টু। জাকারিয়া পিন্টু ওই মামলা ছাড়াও ভেড়ামারা থানার অস্ত্র মামলায় ১৭ বছরের দ প্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া মোট আটটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিনি। তার বিরুদ্ধে মোট ২৪টি মামলা চলমান রয়েছে।

 

সর্বশেষ খবর