রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করতে গেলে স্থানীয় যুবলীগ নেতাকে পিটুনি দিয়েছেন ঠিকাদার ও তার লোকজন। গতকাল দুপুরে ছয়ঘাটি কালিতলা শামসুলের ভাটার সামনে তিনি আক্রান্ত হন। জানা গেছে, ছয়ঘাটি থেকে বিয়ানাবোনা সড়ক সংস্কারে নিম্নমানের পুরনো পাথর ও খোয়া ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়াও পরিষ্কার না করে ময়লা-আবর্জনার মধ্য দিয়েই পাথর ও পিচ ব্যবহার করছিলেন ঠিকাদার। গতকাল দুপুরে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদ করে স্থানীয় লোকজন। তখন সেখানে যান গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা রাজু। তিনি বিষয়টি গোদাগাড়ী উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীকে জানান এবং কাজ বন্ধ রাখতে বলেন। এ নিয়ে রাজুসহ স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ঠিকাদার ও তার লোকজন। এক পর্যায়ে ঠিকাদার ও তার লোকজন রাজুকে ধরে মারপিট করেন। রাস্তায় কাজে নিয়োজিত রানা নামের একজন শ্রমিক বলেন, আমরা ঠিকাদারের নির্দেশে এসব পুরনো ইট-পাথর খোয়া ব্যবহার করেছি। তিন গাড়ি আনা হয়েছিল, এর মধ্যে কয়েক গাড়ি ব্যবহার করা হয়েছে। বাকিগুলো পাশেই রাখা আছে। রাস্তা মেরামতের কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী শাহাদত হোসেন রিপন বলেন, এখানের কোনো কাজে পুরনো ইট-পাথর ব্যবহার করা হচ্ছে না। ঠিকাদার সেলিম রেজা মারামারির অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা ওখানকার স্থানীয়। আমার কাছে চাঁদা চেয়েছিল। এ নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে। গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, ওই কাজে কোনো অনিয়ম হচ্ছে না। কাজ দেখাশোনার জন্য সার্বক্ষণিক আমার অফিসের লোক নিয়োজিত আছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
রাস্তা সংস্কারে নিম্নমানের পাথর খোয়া ব্যবহার
প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে পিটুনি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর