মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

মেঘনায় বিলীন ৩০টি বসতবাড়ি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী গ্রামগুলোতে আবারও ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রী গ্রামের কান্দাপাড়া ও দড়ি লাপাং গ্রামে চোখের পলকে ৩০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জানা যায়, ভাঙনের কবলে পড়ে বাড়িঘর হারিয়ে সর্বস্বান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে চিত্রী গ্রামের কয়েকটি পরিবার। বাকরুদ্ধ হয়ে গেছে অনেকে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকে এক কাপড় নিয়ে ঘর থেকে বেরিয়ে কোনো রকমে জীবন বাঁচিয়েছে।

নদী ভাঙন অব্যাহত থাকায় চরম আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায়। বাড়িঘর ছেড়ে অনেকে সরে যাচ্ছে পরিবার-পরিজন নিয়ে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে স্কুল, মসজিদ, মাদরাসাসহ আশপাশের কয়েকটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে উপজেলার মানচিত্র পাল্টে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, ‘ভাঙনকবলিত এলাকা আমরা পরিদর্শন করে এসেছি, উপজেলা পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার ও আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, যাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে তাদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেওয়ার বিষয়ে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, ভাঙন রোধকল্পে এমপি মহোদয় একটি প্রকল্প হাতে নিয়েছেন, খুব দ্রুত কাজ শুরু হবে বলে আমরা আশা করছি।’

সর্বশেষ খবর