শনিবার, ২৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান

দিনাজপুর প্রতিনিধি

জরাজীর্ণ শ্রেণিকক্ষে পাঠদান

জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে চলছে পাঠদান। সামান্য ঝড়-বৃষ্টিতে কেঁপে ওঠে চারটি শ্রেণিকক্ষ। ক্লাস চলাকালে বৃষ্টি হলে টিনের ফাঁক দিয়ে পড়ে পানি। ভিজে নষ্ট হয় বইপত্র ও শিক্ষার্থীদের পোশাক। বর্তমানে তীব্র গরমে বিদ্যুৎহীন শ্রেণিকক্ষে ভোগান্তির শেষ নেই ছেলে-মেয়েদের। আবার টিনশেডের শ্রেণিকক্ষের মাটির দেয়াল জরাজীর্ণ হওয়ায় ভয় আর দুর্ভোগে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর ওপর রয়েছে শ্রেণিকক্ষ সংকট। ছেলে-মেয়েদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা থাকেন দুঃচিন্তায়। এ অবস্থা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়ন পরিষদের বাসুদেবপুর হাই উল উলুম দাখিল মাদরাসার। ভবনের এমন নাজুক অবস্থায়ও মাদরাসার শিক্ষার্থীরা টানা ১০ বছর শত ভাগ পাস করেছে। তবুও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে।

সর্বশেষ খবর