পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা করাতে গিয়ে এক বছরের শিশুর তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। ১০ থেকে ১৮ জুন পর্যন্ত শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সঠিকভাবে ইনজেকশন পুশ না করায় এবং চিকিৎসায় অবহেলার কারণে এমন ক্ষতি হয়েছে বলে দাবি শিশুর বাবা জাহিদুল ইসলাম জাহিদের। এ ঘটনায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অভিযোগপত্র দিয়েছেন তিনি। জাহিদ বলেন, ‘আমার ছেলে তাসিম ডায়রিয়ায় আক্রান্ত হলে ১০ জুন পাবনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি। ১২ জুন সকালে প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী কর্তব্যরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশনটি রগে প্রয়োগ না করে মাংসপেশিতে পুশ করা হয়। এর পরই বাচ্চার ডান হাত ফুলতে থাকে এবং যন্ত্রণায় চিৎকার করে। বিষয়টি ডিউটিরত নার্সদের বারবার দেখালে তারা বলেন ঠিক হয়ে যাবে। ১৩ জুন কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি প্রেসক্রিপশনে একটি মলম লিখে দেন। পরদিন চিকিৎসক ছেলেকে শিশু ওয়ার্ডে রেফার্ড করে দেন। ১৮ জুন কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি শিশুকে রক্ত দিতে বলেন। ওই দিন রাত ১২টার দিকে আমরা ছেলেসহ হাসপাতাল ত্যাগ করি।’ ৬ জুলাই ছেলেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিলে তারা সার্জারির মাধ্যমে ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলতে বলেন। ২৯ জুলাই পাবনার শিমলা হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিনটি আঙুল কেটে ফেলা হয়।’ পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ‘এমন অভিযোগ আমি পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক।’
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ভুল চিকিৎসায় তিন আঙুল হারাল শিশু
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর