পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা করাতে গিয়ে এক বছরের শিশুর তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। ১০ থেকে ১৮ জুন পর্যন্ত শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সঠিকভাবে ইনজেকশন পুশ না করায় এবং চিকিৎসায় অবহেলার কারণে এমন ক্ষতি হয়েছে বলে দাবি শিশুর বাবা জাহিদুল ইসলাম জাহিদের। এ ঘটনায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অভিযোগপত্র দিয়েছেন তিনি। জাহিদ বলেন, ‘আমার ছেলে তাসিম ডায়রিয়ায় আক্রান্ত হলে ১০ জুন পাবনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি। ১২ জুন সকালে প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী কর্তব্যরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশনটি রগে প্রয়োগ না করে মাংসপেশিতে পুশ করা হয়। এর পরই বাচ্চার ডান হাত ফুলতে থাকে এবং যন্ত্রণায় চিৎকার করে। বিষয়টি ডিউটিরত নার্সদের বারবার দেখালে তারা বলেন ঠিক হয়ে যাবে। ১৩ জুন কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি প্রেসক্রিপশনে একটি মলম লিখে দেন। পরদিন চিকিৎসক ছেলেকে শিশু ওয়ার্ডে রেফার্ড করে দেন। ১৮ জুন কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি শিশুকে রক্ত দিতে বলেন। ওই দিন রাত ১২টার দিকে আমরা ছেলেসহ হাসপাতাল ত্যাগ করি।’ ৬ জুলাই ছেলেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিলে তারা সার্জারির মাধ্যমে ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলতে বলেন। ২৯ জুলাই পাবনার শিমলা হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিনটি আঙুল কেটে ফেলা হয়।’ পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ‘এমন অভিযোগ আমি পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক।’
শিরোনাম
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
- ভিন্নমত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা
- রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে একজন নিহত
ভুল চিকিৎসায় তিন আঙুল হারাল শিশু
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর