পাবনা জেনারেল হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা করাতে গিয়ে এক বছরের শিশুর তিনটি আঙুল কেটে ফেলতে হয়েছে। ১০ থেকে ১৮ জুন পর্যন্ত শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সঠিকভাবে ইনজেকশন পুশ না করায় এবং চিকিৎসায় অবহেলার কারণে এমন ক্ষতি হয়েছে বলে দাবি শিশুর বাবা জাহিদুল ইসলাম জাহিদের। এ ঘটনায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অভিযোগপত্র দিয়েছেন তিনি। জাহিদ বলেন, ‘আমার ছেলে তাসিম ডায়রিয়ায় আক্রান্ত হলে ১০ জুন পাবনা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি। ১২ জুন সকালে প্রেসক্রিপশনের নির্দেশনা অনুযায়ী কর্তব্যরত নার্স তাকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশনটি রগে প্রয়োগ না করে মাংসপেশিতে পুশ করা হয়। এর পরই বাচ্চার ডান হাত ফুলতে থাকে এবং যন্ত্রণায় চিৎকার করে। বিষয়টি ডিউটিরত নার্সদের বারবার দেখালে তারা বলেন ঠিক হয়ে যাবে। ১৩ জুন কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি প্রেসক্রিপশনে একটি মলম লিখে দেন। পরদিন চিকিৎসক ছেলেকে শিশু ওয়ার্ডে রেফার্ড করে দেন। ১৮ জুন কর্তব্যরত চিকিৎসককে দেখালে তিনি শিশুকে রক্ত দিতে বলেন। ওই দিন রাত ১২টার দিকে আমরা ছেলেসহ হাসপাতাল ত্যাগ করি।’ ৬ জুলাই ছেলেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নিলে তারা সার্জারির মাধ্যমে ডান হাতের তিনটি আঙুল কেটে ফেলতে বলেন। ২৯ জুলাই পাবনার শিমলা হাসপাতালে অপারেশনের মাধ্যমে তিনটি আঙুল কেটে ফেলা হয়।’ পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ‘এমন অভিযোগ আমি পাইনি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক।’
শিরোনাম
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু