শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পারাপারে এখনো ভরসা নৌকা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার মাইটা নদীতে সেতু না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ। দুই পাড়ের প্রায় ৩০ গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র মাধ্যম নৌকা। ঝড়, বৃষ্টি উপেক্ষা করে এ অঞ্চলের মানুষের খেয়া নৌকা পার হয়েই জরুরি কাজে গন্তব্যে পৌঁছাতে হয়। নদীটি পারাপারে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে পারলেও বর্ষা মৌসুমে নৌকা দিয়ে চলাচল করেন মানুষজন। ব্রিজের অভাবে পিছিয়ে এই জনপদের জীবনমান। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় স্থানীয় কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর