রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। একই ইউনিয়নের খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা কোনো ছুটি না নিয়েই ২০২০ সালের ১৭ মার্চের পর আর বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের দুজন শিক্ষক স্থায়ীভাবে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গেছে। তবে স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তারা। দুজন শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া সুলতানা খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত। আর রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিন নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা ২০১৬ সালের ১৮ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। রোজিনা একই বছর ৩ আগস্ট চাকরিতে যোগদান করেন। বিদ্যালয়ে অনুপস্থিতির ব্যাপারে খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, ছুটি ছাড়াই সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চ বিদ্যালয়ে অনুপস্থিত। পারিবারিকভাবে জানতে পেরেছি তারা যুক্তরাষ্ট্রে আছেন। আর চাকরি করবেন না। দুই শিক্ষিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, দুজনের যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। এর মধ্যে সুমাইয়ার বিয়ে হয় তিন বছর আগে আর রোজিনার বিয়ে হয় দুই বছর আগে। নাম প্রকাশ না করার শর্তে বালিয়াকান্দির এক শিক্ষক বলেন, অনেক শিক্ষক সরকারি নিয়মনীতি মানেন না। অনেক শিক্ষক শিক্ষকতার পেশা গোপন করে বিদেশে যাচ্ছেন-আসছেন। শিক্ষা কর্মকর্তাদের খামখেয়ালি রয়েছে। এগুলো যাদের খোঁজ নেওয়ার কথা তারাই চুপ করে বসে থাকেন।
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে প্রাথমিকের দুই শিক্ষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর