রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। একই ইউনিয়নের খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা কোনো ছুটি না নিয়েই ২০২০ সালের ১৭ মার্চের পর আর বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের দুজন শিক্ষক স্থায়ীভাবে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গেছে। তবে স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তারা। দুজন শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া সুলতানা খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত। আর রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিন নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা ২০১৬ সালের ১৮ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। রোজিনা একই বছর ৩ আগস্ট চাকরিতে যোগদান করেন। বিদ্যালয়ে অনুপস্থিতির ব্যাপারে খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, ছুটি ছাড়াই সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চ বিদ্যালয়ে অনুপস্থিত। পারিবারিকভাবে জানতে পেরেছি তারা যুক্তরাষ্ট্রে আছেন। আর চাকরি করবেন না। দুই শিক্ষিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, দুজনের যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। এর মধ্যে সুমাইয়ার বিয়ে হয় তিন বছর আগে আর রোজিনার বিয়ে হয় দুই বছর আগে। নাম প্রকাশ না করার শর্তে বালিয়াকান্দির এক শিক্ষক বলেন, অনেক শিক্ষক সরকারি নিয়মনীতি মানেন না। অনেক শিক্ষক শিক্ষকতার পেশা গোপন করে বিদেশে যাচ্ছেন-আসছেন। শিক্ষা কর্মকর্তাদের খামখেয়ালি রয়েছে। এগুলো যাদের খোঁজ নেওয়ার কথা তারাই চুপ করে বসে থাকেন।
শিরোনাম
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে