রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। একই ইউনিয়নের খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা কোনো ছুটি না নিয়েই ২০২০ সালের ১৭ মার্চের পর আর বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের দুজন শিক্ষক স্থায়ীভাবে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গেছে। তবে স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তারা। দুজন শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া সুলতানা খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত। আর রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিন নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা ২০১৬ সালের ১৮ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। রোজিনা একই বছর ৩ আগস্ট চাকরিতে যোগদান করেন। বিদ্যালয়ে অনুপস্থিতির ব্যাপারে খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, ছুটি ছাড়াই সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চ বিদ্যালয়ে অনুপস্থিত। পারিবারিকভাবে জানতে পেরেছি তারা যুক্তরাষ্ট্রে আছেন। আর চাকরি করবেন না। দুই শিক্ষিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, দুজনের যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। এর মধ্যে সুমাইয়ার বিয়ে হয় তিন বছর আগে আর রোজিনার বিয়ে হয় দুই বছর আগে। নাম প্রকাশ না করার শর্তে বালিয়াকান্দির এক শিক্ষক বলেন, অনেক শিক্ষক সরকারি নিয়মনীতি মানেন না। অনেক শিক্ষক শিক্ষকতার পেশা গোপন করে বিদেশে যাচ্ছেন-আসছেন। শিক্ষা কর্মকর্তাদের খামখেয়ালি রয়েছে। এগুলো যাদের খোঁজ নেওয়ার কথা তারাই চুপ করে বসে থাকেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে হাসিনার মামলার ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি