রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিনের ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। একই ইউনিয়নের খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা কোনো ছুটি না নিয়েই ২০২০ সালের ১৭ মার্চের পর আর বিদ্যালয়ে আসেননি। বিদ্যালয়ের দুজন শিক্ষক স্থায়ীভাবে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গেছে। তবে স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে কোনো তথ্য জানাননি তারা। দুজন শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। খোঁজ নিয়ে জানা গেছে, সুমাইয়া সুলতানা খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ২০২০ সালের ১৭ মার্চের পর থেকে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত। আর রোজিনা খাতুন ২০২১ সালের ডিসেম্বরে দুই দিন নৈমিত্তিক ছুটি নিয়ে আর বিদ্যালয়ে আসেননি। বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা ২০১৬ সালের ১৮ জানুয়ারি চাকরিতে যোগদান করেন। রোজিনা একই বছর ৩ আগস্ট চাকরিতে যোগদান করেন। বিদ্যালয়ে অনুপস্থিতির ব্যাপারে খালিয়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী বলেন, ছুটি ছাড়াই সুমাইয়া সুলতানা ২০২০ সালের ১৭ মার্চ বিদ্যালয়ে অনুপস্থিত। পারিবারিকভাবে জানতে পেরেছি তারা যুক্তরাষ্ট্রে আছেন। আর চাকরি করবেন না। দুই শিক্ষিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, দুজনের যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। এর মধ্যে সুমাইয়ার বিয়ে হয় তিন বছর আগে আর রোজিনার বিয়ে হয় দুই বছর আগে। নাম প্রকাশ না করার শর্তে বালিয়াকান্দির এক শিক্ষক বলেন, অনেক শিক্ষক সরকারি নিয়মনীতি মানেন না। অনেক শিক্ষক শিক্ষকতার পেশা গোপন করে বিদেশে যাচ্ছেন-আসছেন। শিক্ষা কর্মকর্তাদের খামখেয়ালি রয়েছে। এগুলো যাদের খোঁজ নেওয়ার কথা তারাই চুপ করে বসে থাকেন।
শিরোনাম
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
যুক্তরাষ্ট্রে প্রাথমিকের দুই শিক্ষক
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর