রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভয়কে জয় করা আওয়ামী লীগ শোকের শক্তিতে উজ্জীবিত : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ভয়কে জয় করা আওয়ামী লীগ শোকের শক্তিতে উজ্জীবিত। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোককে শক্তিতে রূপান্তর করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাচ্ছে দেশ। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এদেশের সব অর্জনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সম্মুখসারিতে থেকেছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নেয়নি, নিয়েছিল জনগণের ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করে যাচ্ছে। গতকাল বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ছয় তলা ভবনের কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর