ওপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সর্ববৃহৎ প্রাচীন বাজার চাতলপাড়। এপারে একই জেলার সরাইল উপজেলার সর্ববৃহৎ বাজার অরুয়াইল। মাঝখান দিয়ে যাওয়া কান্তার খাল বিছিন্ন করে রেখেছে দুই উপজেলাকে। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ এই খাল পাড়ি দিয়ে চলাচল করেন। খালটিতে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানালেও সুফল মেলেনি। বাধ্য হয়ে যুগের পর যুগ খেয়া নৌকায় খাল পারাপার হতে হচ্ছে। সরাইল উপজেলার অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, সেতুর অভাবে দুই উপজেলার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক বছর আগে এই খালে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় এটি কাজে আসেনি। ধীরে দীরে সেতুটি ভেঙে গেছে। নাসিনগরের চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সরাইল ও নাসিনগর পাশাপাশি হওয়ায় এক উপজেলার মানুষ অন্য উপজেলা হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যান। এ ছাড়া দুই উপজেলায় আত্মীয়-স্বজনও রয়েছে। খালে সেতু না থাকায় লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। কারণ তখন খেয়াঘাটে নৌকা থাকে না। খেয়া ভাড়ার অভাবে অনেক বাচ্চা স্কুল কামাই দিচ্ছে। স্থানীয়রা জানান, চাতলপাড় বাজারের আশপাশের অর্ধশতাধিক গ্রাম নাসিনগর উপজেলার অন্তর্ভুক্ত হলেও এগুলো উপজেলা সদর থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এসব গ্রামের মানুষ খালের ওপারে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে বেশি যান। শিক্ষা-চিকিৎসা সেবাও নেন সরাইলে। নাসিনগর উপজেলার চাতলপাড় গ্রামের কামাল হোসেন বলেন, জীবনে সেতু দেখতাম পারমু কি না, সন্দেহ আছে। ভাটি এলাকার দুই উপজেলাবাসী চরম কষ্টে আছি। দুই পাশে রাস্তা আছে সেতু নেই। কান্তার খালে এসে আটকে যাই। নৌকা দিয়ে পাড় হতে হয়। সরাইল উপজেলার ধামাউড়া গ্রামের খোদেজা জানান, আবহাওয়া খারাপ হলে খালে নৌকা থাকে না। তখন খাল দিয়ে অন্য নৌকা গেলে ডেকে এনে দ্বিগুণ ভাড়া দিয়ে পার হতে হয়। ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সুজন বলেন, কান্তার খালে সেতু না থাকায় আমরা ধামাউড়া পূর্বপাড়া পর্যন্ত মোটরসাইকেল যাত্রী নিয়ে যাই। পরে যাত্রীরা নৌকায় খাল পার হয়ে ওপাড়ে গিয়ে মোটরসাইকেলে নাসিরনগরের চাতলপাড় বাজার ও বিভিন্ন গ্রামে যান।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা