ওপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সর্ববৃহৎ প্রাচীন বাজার চাতলপাড়। এপারে একই জেলার সরাইল উপজেলার সর্ববৃহৎ বাজার অরুয়াইল। মাঝখান দিয়ে যাওয়া কান্তার খাল বিছিন্ন করে রেখেছে দুই উপজেলাকে। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ এই খাল পাড়ি দিয়ে চলাচল করেন। খালটিতে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানালেও সুফল মেলেনি। বাধ্য হয়ে যুগের পর যুগ খেয়া নৌকায় খাল পারাপার হতে হচ্ছে। সরাইল উপজেলার অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, সেতুর অভাবে দুই উপজেলার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক বছর আগে এই খালে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় এটি কাজে আসেনি। ধীরে দীরে সেতুটি ভেঙে গেছে। নাসিনগরের চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সরাইল ও নাসিনগর পাশাপাশি হওয়ায় এক উপজেলার মানুষ অন্য উপজেলা হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যান। এ ছাড়া দুই উপজেলায় আত্মীয়-স্বজনও রয়েছে। খালে সেতু না থাকায় লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। কারণ তখন খেয়াঘাটে নৌকা থাকে না। খেয়া ভাড়ার অভাবে অনেক বাচ্চা স্কুল কামাই দিচ্ছে। স্থানীয়রা জানান, চাতলপাড় বাজারের আশপাশের অর্ধশতাধিক গ্রাম নাসিনগর উপজেলার অন্তর্ভুক্ত হলেও এগুলো উপজেলা সদর থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এসব গ্রামের মানুষ খালের ওপারে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে বেশি যান। শিক্ষা-চিকিৎসা সেবাও নেন সরাইলে। নাসিনগর উপজেলার চাতলপাড় গ্রামের কামাল হোসেন বলেন, জীবনে সেতু দেখতাম পারমু কি না, সন্দেহ আছে। ভাটি এলাকার দুই উপজেলাবাসী চরম কষ্টে আছি। দুই পাশে রাস্তা আছে সেতু নেই। কান্তার খালে এসে আটকে যাই। নৌকা দিয়ে পাড় হতে হয়। সরাইল উপজেলার ধামাউড়া গ্রামের খোদেজা জানান, আবহাওয়া খারাপ হলে খালে নৌকা থাকে না। তখন খাল দিয়ে অন্য নৌকা গেলে ডেকে এনে দ্বিগুণ ভাড়া দিয়ে পার হতে হয়। ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সুজন বলেন, কান্তার খালে সেতু না থাকায় আমরা ধামাউড়া পূর্বপাড়া পর্যন্ত মোটরসাইকেল যাত্রী নিয়ে যাই। পরে যাত্রীরা নৌকায় খাল পার হয়ে ওপাড়ে গিয়ে মোটরসাইকেলে নাসিরনগরের চাতলপাড় বাজার ও বিভিন্ন গ্রামে যান।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সেতুর অভাবে ভোগান্তিতে দুই উপজেলার মানুষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর