ওপারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সর্ববৃহৎ প্রাচীন বাজার চাতলপাড়। এপারে একই জেলার সরাইল উপজেলার সর্ববৃহৎ বাজার অরুয়াইল। মাঝখান দিয়ে যাওয়া কান্তার খাল বিছিন্ন করে রেখেছে দুই উপজেলাকে। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ এই খাল পাড়ি দিয়ে চলাচল করেন। খালটিতে সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানালেও সুফল মেলেনি। বাধ্য হয়ে যুগের পর যুগ খেয়া নৌকায় খাল পারাপার হতে হচ্ছে। সরাইল উপজেলার অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, সেতুর অভাবে দুই উপজেলার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। কয়েক বছর আগে এই খালে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় এটি কাজে আসেনি। ধীরে দীরে সেতুটি ভেঙে গেছে। নাসিনগরের চাতলপাড় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, সরাইল ও নাসিনগর পাশাপাশি হওয়ায় এক উপজেলার মানুষ অন্য উপজেলা হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যান। এ ছাড়া দুই উপজেলায় আত্মীয়-স্বজনও রয়েছে। খালে সেতু না থাকায় লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। কারণ তখন খেয়াঘাটে নৌকা থাকে না। খেয়া ভাড়ার অভাবে অনেক বাচ্চা স্কুল কামাই দিচ্ছে। স্থানীয়রা জানান, চাতলপাড় বাজারের আশপাশের অর্ধশতাধিক গ্রাম নাসিনগর উপজেলার অন্তর্ভুক্ত হলেও এগুলো উপজেলা সদর থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এসব গ্রামের মানুষ খালের ওপারে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে বেশি যান। শিক্ষা-চিকিৎসা সেবাও নেন সরাইলে। নাসিনগর উপজেলার চাতলপাড় গ্রামের কামাল হোসেন বলেন, জীবনে সেতু দেখতাম পারমু কি না, সন্দেহ আছে। ভাটি এলাকার দুই উপজেলাবাসী চরম কষ্টে আছি। দুই পাশে রাস্তা আছে সেতু নেই। কান্তার খালে এসে আটকে যাই। নৌকা দিয়ে পাড় হতে হয়। সরাইল উপজেলার ধামাউড়া গ্রামের খোদেজা জানান, আবহাওয়া খারাপ হলে খালে নৌকা থাকে না। তখন খাল দিয়ে অন্য নৌকা গেলে ডেকে এনে দ্বিগুণ ভাড়া দিয়ে পার হতে হয়। ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সুজন বলেন, কান্তার খালে সেতু না থাকায় আমরা ধামাউড়া পূর্বপাড়া পর্যন্ত মোটরসাইকেল যাত্রী নিয়ে যাই। পরে যাত্রীরা নৌকায় খাল পার হয়ে ওপাড়ে গিয়ে মোটরসাইকেলে নাসিরনগরের চাতলপাড় বাজার ও বিভিন্ন গ্রামে যান।
শিরোনাম
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
সেতুর অভাবে ভোগান্তিতে দুই উপজেলার মানুষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর