রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্মাণের দেড় মাসেই ভেঙে পড়ল ড্রেন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে নির্মাণের দেড় মাসেই ভেঙে পড়েছে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউড্রেন। ভেঙে যাওয়ার পর ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ছোট যানবাহন, পথচারী। বড় যান চলাচল বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করায় ড্রেনটি ভেঙে গেছে। ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামের স্থানীয় এমপি বেনজীর আহমদের বাড়ির সীমানার পাশ থেকে ডালিপাড়া পাকা রাস্তা পর্যন্ত ৪৪ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার কাঁচা সড়কে (এইচবিবি) ইটসলিং করা হয়েছে। এর মধ্যে ২০ ফুট লম্বা ও ৩ ফুট প্রস্থের একটি ইউড্রেন নির্মাণ করা হয়। কাজের ঠিকাদার আবদুল আউয়াল বলেন, ‘নিম্নমানের উপকরণের জন্য ইউড্রেন স্লাব ভাঙেনি। ভেঙেছে মূলত অতিরিক্ত যানবাহন চলাচল করায়। দ্রুতই ওখানে মেরামত করে দেওয়া হবে।’ ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, ‘দেড়-দুই মাসের মধ্যে ড্রেনটি ভেঙে গেল। এটা দুঃখজনক।’

সর্বশেষ খবর