শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বেড়েছে টয়লেট্রিজ পণ্যের দাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামের সঙ্গে সঙ্গে বেড়েছে নানা ধরনের টয়লেট্রিজ সামগ্রীর দামও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত দুই মাসে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টের মতো নিত্য ব্যবহারের টয়লেট্রিজ পণ্যের দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এমন অবস্থায় সব দিকের বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। দোকান মালিকরা বলছেন, টয়লেট্রিজ পণ্যের দাম বাড়ার পেছনে মূলত কাঁচামালের বেশি দাম ও আমদানি খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে। ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করেন তারা এই যুক্তি পুরোপুরি মানতে নারাজ। তাদের মতে, যে পরিমাণে দাম বেড়েছে তার পেছনে পণ্য উৎপাদনকারকদের অতি মুনাফার প্রবণতা কাজ করছে। নিউমার্কেটে কিনতে আসা তানজিলা বেগম বলেন, বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কাপড় ধোয়ার সাবান, তেল, হ্যান্ডওয়াশ, ঘর পরিষ্কার করাসহ বিভিন্ন পরিষ্কারক দ্রব্যের দাম ২-৩ মাসের ব্যবধানে অনেক বেড়েছে।

এমনকি টিস্যু ও টয়লেটে ব্যবহার করার পণ্যের দামও বাড়তি। ১৫০ গ্রাম ওজনের লাক্স সাবানের দাম ছিল ৪৫ টাকা এখন ৭৫ এবং ৩৫০ গ্রাম সানসিল্ক শ্যাম্পুর দাম ছিল ২৭৫ টাকা এখন তা ৩৫০ টাকায় কিনতে হচ্ছে। আগে হ্যান্ডওয়াশের দাম ছিল ৫০ টাকা এখন হয়েছে ৭৫ টাকা। প্রত্যেক পণ্যের দাম এখন আগের চেয়ে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা ব্যবসায়ী আবদুর রাকিব বলেন, আগে ৫০০ গ্রাম ডিটারজেন্ট হোয়াইট রিনের দাম ছিল ৬০ টাকা, এখন ৯০ এবং ১ কেজির দাম ছিল ৯৫ টাকা এখন ১৭০ টাকা। ১ কেজি হুইল পাউডারের দাম হয়েছে ১৪০ টাকা। ভোক্তারা অভিযোগ করেছেন, বিশ্ববাজারে মন্দা দেখিয়ে অতি মুনাফার লোভে উৎপাদনকারীরা বাড়িয়েছে দাম।

সর্বশেষ খবর