শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

সাড়ে চার মাস পর মধ্যপাড়া খনিতে উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির উত্তোলন দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। এতে খনিতে ফিরেছে কর্মচাঞ্চল্য। গতকাল দ্বিতীয় শিফট থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে। এভাবে তিন শিফটে পূর্ণমাত্রায় কাজ চললে প্রতিদিন গড়ে ৫ থেকে সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন সম্ভব হবে। গত ১ মে বিস্ফোরক দ্রব্য সংকটের কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান জানান, সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিস্ফোরক দ্রব্য আমদানি করতে সময় লেগেছে।

পাথর উত্তোলন আর বন্ধের আশঙ্কা নেই। এখন থেকে প্রায় তিন মাসের প্রয়োজনীয় বিস্ফোরক মজুদ থাকবে। খনিতে পাথর উত্তোলন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক (এক্সপ্লোসিভ) বুধবার মধ্যপাড়া খনিতে পৌঁছেছে। বৃহস্পতিবার থেকে উত্তোলন কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত সাড়ে চার মাস খনির উৎপাদন বন্ধ থাকায় ঠিকাদার কোম্পানিকে লোকসান গুনতে হয়েছে। একই সঙ্গে সরকারেরও বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর