বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় স্বামীসহ তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার পালসন গ্রামের আরিফ উল্ল্যাহ ফকিরের ছেলে জিল্লুর রহমান, জহুরুল ইসলামের ছেলে গোলাপ হোসেন ও খারতাপাড়ার মফিজ উদ্দিনের ছেলে ফরহাদ মণ্ডল। নিহত গৃহবধূর নাম চায়না খাতুন। আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বাবার অমতে চায়নাকে বিয়ে করেন গোলাপ। তারা শেরপুরের মির্জাপুরে বসবাস করছিলেন। বনিবনা না হওয়ায় বিয়ের এক বছর পর তাদের বিচ্ছেদ হয়। তালাক হলেও চায়না ও গোলাপের মধ্যে যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে গোলাপের সঙ্গে তার পরিবারের সম্পর্ক খারাপ হয়। এসব কারণে গোলাপ একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায়নাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৯৯৬ সালের ৩০ মার্চ রাতে উপজেলার পালশান গ্রামে চায়নাকে ডেকে নেয় গোলাপ। সেখানে গোলাপকে সহযোগিতা করার জন্য জিল্লুর ও ফরহাদ উপস্থিত ছিলেন। গল্প করার সুযোগে চায়নার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তারা। এরপর আসামিরা লাশ ওই গ্রামের এক বাড়ির সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে।

 

সর্বশেষ খবর