সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব শিক্ষকের

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে এসএসসি নির্বাচনী পরীক্ষার আগে ছাত্রীকে প্রশ্নপত্র দিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহেল মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মদন উপজেলার চৌধুরী তালে হোসেন মিছিলজান একাডেমিতে। ঘটনা জানাজানি হলে প্রধান শিক্ষকের বিচার দাবিতে গতকাল বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরাও। সামজিক যোগাযোগমাধ্যম ইমুতে শিক্ষকের পাঠানো প্রশ্নপত্রটি ফেসবুকে ভাইরাল হওয়ায় ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন অনেকে। ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই বলেন, পরীক্ষার প্রশ্নপত্রের বিনিময়ে আমার বোনকে এমন অনৈতিক প্রস্তাব একজন শিক্ষক কী করে দেন। আমরা ওই শিক্ষকের বিচার চাই। অভিযুক্ত প্রধান শিক্ষক সুহেল মিয়া বলেন, ‘কে বা কারা তার ইমু নম্বর থেকে প্রশ্নপত্র ছাত্রীর কাছে পাঠিয়েছে তা তিনি জানেন না। প্রেম নিবেদন ও অনৈতিক প্রস্তাব দেওয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা সমাধান করার জন্য এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি।’

 

সর্বশেষ খবর