বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বড় গাবুয়া খেয়াঘাটে টোল আদায়ে অনিয়ম

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে পটুয়াখালীর গলাচিপার বড় গাবুয়া খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকার নির্ধারিত জনপ্রতি ৫ টাকা টোলের পরিবর্তে আদায় করা হচ্ছে ১০ টাকা করে। শুধু তাই নয় রাত হলে দুপাড়ের মানুষকে জিম্মি করে ১০০ থেকে ৫০০ টাকা আদায় করে ইজারাদার। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানোর নিয়ম থাকলেও কোথাও নেই চার্ট টানানো। প্রতিবাদ করলে ইজারাদার কচিন সিকদারের পেটোয়া বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম করে আসলেও দেখার যেন কেউ নেই। দ্রুত এ খেয়াঘাটের ভাড়া কমানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রতিদিনই এ খেয়া দিয়ে গলাচিপা-দশমিনা ও রাঙ্গাবালী উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর